সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বুধবার(৩০ জুলাই) সকালে উপজেলা পরিষদ হল রুমে পারফরমেন্স বেজড গ্রান্ড ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এসইডিপির পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় ২০২২-২০২৩ সালের বোর্ড সেরা এসএসসি, দাখিল, ভোকেশনাল, এইচএসসি,আলিম,কারিগরি ৪০ জন শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র ক্রেষ্ট বিতরণ করা হয়। এছাড়া ইতিপূর্বে প্রত্যেক শিক্ষার্থীর হিসাব নম্বরে এসএসসি বা সমমান পর্যায়ের ১০ হাজার টাকা ও এইচএসসি বা সমমান পর্যায়ের ২৫ হাজার টাকা এককালিন শিক্ষাবৃত্তি হিসাবে প্রদান করা হয়েছে। বৃত্তিপ্রাপ্তদের মাঝে অনুষ্ঠানে সনদপত্র ও ক্রেষ্ট প্রদান করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সহ ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন।
প্রধান অতিথি বক্তব্যে শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন পরিশ্রম সফলতা আনে। সকলকে স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়া সহ অভিভাবকদের সচেতন হওয়ার বিষয়ে বলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারতের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার মুহাঃ আবুল খায়ের, জেলা শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজার আ.ন.ম নাজমুল উলা।
অতিথি হিসাবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোস্তফা আব্দুল হামিদ, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির, অধ্যক্ষ জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাজিল মাদ্রাসা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান মিঠু, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী, নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান, অভিভাবক তাপস মন্ডল, সন্তোষ কুমার বৈদ্য ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে ২০২২ সালের এসএসসি ও সমমান পর্যায়ের ১০ জন ও ২০২৩ সালের ১০ জন সহ মোট ২০ শিক্ষার্থী এবং এইচএসসি ও সমমান পর্যায়ের ২০২২ সালের ১০ জন ও ২০২৩ সালের ১০ জন সহ মোট ২০ জন বোর্ড সেরা শিক্ষার্থীদের মধ্যে এই পুরস্কার বিতরণ করা হয়।