13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে জাতীয় শোক দিবসে আ’লীগের সমাবেশ

Link Copied!

ব্যাপক আয়োজনে হাজার হাজার দলীয় নেতা কর্মী সমর্থকদের উপস্থিতিতে কালীগঞ্জে জাতীয় শোক দিবস পালন ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ।
মঙ্গলবার সকালে তারা সরকারী ভূষণ স্কুল রোডস্থ দলীয় প্রধান কার্যালয়ে জাতীয়, কালো ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটির কার্যক্রম শুরু করে। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানায়।
বিকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শহরের মেইন বাসষ্টান্ডে আয়োজিত শোক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা
আওয়ামীলীগের সভাপতি ও ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। উপজেলা আওয়ামীলীগের বর্ষিয়ান নেতা উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডুর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, আ’লীগ নেতা ওহিদুজ্জামান  ওদু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদ সমশের, পৌর আ’লীগের সভাপতি ফরিদ উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী, সাধারন সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, যুবলীগ পৌর শাখার আহব্বায়ক শফিকুজ্জামান রাসেল ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ ছাত্রলীগ উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ। শোক সভাতে পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও সেচ্ছাসেবকলীগ সহ অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা কর্মীরা অংশ নেয়।
এরপর দোয়া মাহফিল শেষে কাঙ্গালী ভোজের তাবারক ও প্রধানমন্ত্রীর দেওয়া অনুদানের চেক বিতরণ করা হয়। অনুরুপভাবে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা পরিষদে ও মুক্তিযোদ্ধা সংসদ ভবনে জাতীর জনক বঙ্গবন্ধুর মুর‍্যাল ও প্রতিকৃতিতে পুষ্পস্তর্বক অর্পণ শেষে পরিষদের অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বার্হী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিব, থানার অফিসার্স ইনচার্জ মাহবুবুর রহমান, উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী ও শাহানাজ পারভীন। এ অনুষ্টানের মাধ্যমে প্রশিক্ষিত যুবদের মধ্যে যুব রৃণের চেক বিতরণ করা হয়। এ ছাড়াও উপজেলা আ’লীগের অপর গ্রুপ সহ বিভিন্ন সংগঠন নানা আয়োজনের মধ্যে দিয়ে শোক দিবস পালন করেছে।
http://www.anandalokfoundation.com/