14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জের কানাইপুরে ঠাকুর অনুকুল চন্দ্রের শুভ বনভোজন উৎসব অনুষ্টিত

Ovi Pandey
January 9, 2020 11:18 pm
Link Copied!

নবীগঞ্জ প্রতিনিধিঃ  নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যাগে এবং বিধু ভুষন গোপের আয়োজনে পৌর এলাকার কানাইপুরে যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের বনভোজন উৎসব ৯ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্য হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে ছিল, সমবেত প্রার্থনা, বিশ্বশান্তি কামনায় নামজপ, সদ গ্রন্থাদি পাঠ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরন।

নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সভাপতি ডাঃ মৃনাল কান্তি দাশ বাদলের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন,নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সহ-সভাপতি রশময় শীল, রাখাল চন্দ্র দাশ, তাপস বনিক, মৃম্ময় কান্তি দাশ বিজন, নরেশ দাশ, রতিশ দাশ, দিগেন্দ্র গোপ, নিতেশ দাশ, দিপন দাশ, বিশ্বজিত গোপ, নয়ন দাশ, নিরজ দাশ, নয়নমনি সরকার, বৌদ্ধ গোপ, জয়হরি দেব, সুদীপ দাস, অজিত পাল, যশোদা গোপ, নারায়ন গোপসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্টানে উপস্থিত ছিলেন। সবশেষে ভক্তবৃন্দের মাঝে আনন্দবাজারে প্রসাদ বিতরন করা হয় l

http://www.anandalokfoundation.com/