স্টাফ রিপোর্টারঃ রাজধানীর মোহাম্মদপুরে এক শিশু গৃহকর্মীকে নির্যাতন করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শিশুটির নাম হাসিনা আক্তার (১১)।
গতকাল শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
নিহত হাসিনার মা সালমা বেগম জানান, তাঁর মেয়ে মোহাম্মদপুরের তাজমহল রোডে কাঠপট্টি এলাকার একটি বাসায় চার মাস ধরে গৃহকর্মী হিসেবে কাজ করছিল। গত বুধবার অজ্ঞান অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে পথচারীরা তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে তিনি মেয়ের কাছে যান।
এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র সরকার বলেন, এ ব্যাপারে নিহত শিশুর পরিবার গৃহকর্তা শফিকুল এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে।