14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

দাদার কাঁধে চড়ে বাড়ি ফেরা হলো না শিশু আদনানের

Brinda Chowdhury
January 17, 2020 3:03 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ কালীগঞ্জে রড বোঝাই আলমসাধু চাপায় আদনান (৩) নামের এক শিশু মারা গেছে।

আজ শুক্রবার বেলা ১ টার দিকে কালীগঞ্জ -মল্লিকপুর সড়কের মস্তবাপুর হাইস্কুলের পেছনে ঘটনাটি ঘটেছে। সে উপজেলার মস্তবাপুর গ্রামের মিজানুর রহমান (মোজাম খাঁয়ের) ছেলে। শিশু আদনান দাদার কাঁধে চড়ে মাঠ থেকে বাড়ি ফিরছিল।

প্রত্যক্ষদর্শী ওই গ্রামের মহিদুল ইসলাম জানান, শুক্রবার বেলা ১ টার দিকে দাদা মকছেদ খাঁ তার আদরের নাতি আদনানকে কাঁধে নিয়ে মাঠ থেকে বাড়ি ফিরছিল। তারা কালীগঞ্জ – মল্লিকপুর সড়কের মস্তবাপুর হাইস্কুলে নিকটে আসলে কালীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি রড বোঝাই আলমসাধু পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় দাদা নাতি দুই জনই সড়কের উপর পড়ে গেলে ওই আলমসাধুর ধাক্কায় দাদা নাতি দুইজনই আহত হয়। পরে গুরুতর আহত শিশু আদনানকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

কালীগঞ্জ তত্তিপুর পুলিশ ফাঁড়ির আইসি ছামছুল আলম জানান, ইতোমধ্যে রড বোঝাই আলমসাধুটি আটক করা হয়েছে।

http://www.anandalokfoundation.com/