শিল্পখাতের বিকাশ ঘটিয়ে দেশের আর্থসামাজিক উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। নতুন প্রজন্মকে দেশ পরিচালনার যোগ্যতা অর্জন করতে হবে। আগামী দিনে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের দায়িত্ব তরুণ প্রজন্মকেই নিতে হবে। বলেছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
আজ রাজধানীর মিরপুর ১০-এ ৪৪তম জাতীয় শোক দিবস উপলক্ষে কাফরুল থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
শিল্প প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বর্তমান সরকারের আমলে দেশে স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো-সহ সকল ক্ষেত্রে নজিরবিহীন অগ্রগতি অর্জিত হয়েছে। খাদ্য, মাছ, সবজি উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।
সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য পঙ্কজ নাথ এবং যুগ্মসাধারণ সম্পাদক গাজী মেজবাউল হোসেন সাচ্চু।