14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাচ্ছে -কৃষিমন্ত্রী

Brinda Chowdhury
January 10, 2020 6:33 pm
Link Copied!

          বাংলাদেশে শিক্ষার গুণগত মান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে গত এক দশকে শিক্ষার সর্বস্তরেই চোখে পড়ার মতো অগ্রগতি সাধিত হয়েছে শিক্ষার এই ব্যাপক অগ্রগতি সক্ষমতা অর্জন অর্থনীতির ভিত্তিকেও করেছে মজবুত টেকসই

          কৃষিমন্ত্রী . মোঃ আব্দুর রাজ্জাক আজ রাজধানীর আইডিয়াল কলেজের সুবর্ণ জয়ন্তী পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন

          মন্ত্রী বলেন, উপযুক্ত শিক্ষাই পারে সামাজিক, মানসিক অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে জাতির পিতা শিক্ষাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন, তিনি শিক্ষাকে অবৈতনিক ঘোষণা করেছিলেন সংবিধানে শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলেন শিক্ষার মাধ্যমে জাতিকে তিনি উন্নত করতে চেয়েছিলেন

          শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী  বলেনমুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এবং দেশের সঠিক ইতিহাস জানতে হবে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করে দেশপ্রেম মূল্যবোধের শিক্ষা নিতে হবে পাশ করে বের হয়ে সমাজ রাষ্ট্রের জন্য নিজেকে নিয়োজিত করতে হবে এমন কিছু করে যেতে হবে যাতে করে মানুষ চিরদিন মনে রাখবে শ্রদ্ধাভরে এসময় তিনি বঙ্গবন্ধুর জীবনের কিছু ইতিহাস সম্পর্কে বলেন তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে গুণগত পরিবর্তন করে নতুন প্রজন্মকে আধুনিক মানসম্মত যুগোপযোগী শিক্ষা এবং আধুনিক জ্ঞানবিজ্ঞানপ্রযুক্তিতে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলা সরকারের অন্যতম লক্ষ্য

          কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান প্রফেসর মমতাজ বেগম, কলেজের সাবেক অধ্যক্ষ . মোঃ শামসুল আলম খান, কলেজের অধ্যক্ষ মোঃ জসিম উদ্দীন আহমেদ আওয়ামী লীগ নেতা প্রফেসর মেজবাউর রহমান ভূইয়া রতন

http://www.anandalokfoundation.com/