13yercelebration
ঢাকা

শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষায় গড়ে তুলতে হবে – এনামুল হক শামীম

Link Copied!

পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, নতুন প্রজন্মের মেধাবীরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে। আধুনিক শিক্ষায় শিক্ষিত বিশ্বমানের প্রজন্ম গড়ে তুলতে হবে আমাদের।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে শরীয়তপুরের সখিপুর থানার হাজী শরীয়তউল্লাহ কলেজে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমাবেশে তিনি শিক্ষকদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

উপমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার মান উন্নয়নে কাজ করেছেন। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপনসহ উপজেলা পর্যায়ে নূন্যতম একটি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করেছেন। প্রতিষ্ঠানগুলোতে নতুন নতুন ভবনসহ বিভিন্ন জেলায় বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছেন। শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির লক্ষ্যেও কাজ করেছেন তিনি।

একেএম এনামুল হক শামীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক মানের যুগপোযোগী শিক্ষানীতি তৈরি করেছেন। আন্তর্জাতিক মানের শিক্ষায় শিক্ষিত হয়ে নতুন প্রজন্ম মানবিক মানুষ হয়ে দেশ-বিদেশে মানুষের কল্যাণে কাজ করবে। আর্দশবান শিক্ষকরাই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সত্য পথের সন্ধান দিতে পারেন। আর এজন্য শিক্ষকদের ভূমিকা হতে হবে বলিষ্ঠ।

শিক্ষক সমাবেশে তিনি আরও বলেন, গত ১৪ বছরে শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি নাই, মহড়া নাই, সেশন জট নাই। বঙ্গবন্ধু কন্যা ১৯৯৫ সালে ঢাকার শাপলা চত্বরে শিক্ষার্থীদের হাতে বই-খাতা, কলম তুলে দিয়েছিলেন, অস্ত্র নয়। তিনি শিক্ষিত বলেই শিক্ষা ও শিক্ষক বান্ধব সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩৭ হাজার প্রাথমিক স্কুলকে জাতীয়করণ, ১১ হাজার প্রাথমিক স্কুল স্থাপন, ৪৪ হাজার শিক্ষককে সরকারি চাকরি প্রদান করেছিলেন। তিনি পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে বই ও মেধাবীদের পোশাক দিয়েছিলেন। তার কন্যা শেখ হাসিনা প্রতি বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিয়ে বই উৎসব করেন শিক্ষার্থীদের নিয়ে। বই পড়লে দেশপ্রেম জাগ্রত হয়। আপনারা শিক্ষক, আপনাদের কাজ হবে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানানো।

শিক্ষক সমাবেশে সখিপুর থানা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি কহিনুর সুলতানা, সাধারণ সম্পাদক শফি উদ্দিন মিয়া, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মহাসিনুজ্জামান, সাধারণ সম্পাদক আলমগীর মিয়া বক্তব্য রাখেন।

ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান হুমায়ুন কবীর মোল্যার সভাপতিত্বে অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা অফিসার জাকির হোসেন।

http://www.anandalokfoundation.com/