14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শুরু হয়েছে প্রাক-প্রাথমিকসহ সব ক্লাসের শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস

Link Copied!

করোনাভাইরাস পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস আজ থেকে শুরু হয়েছে। একইসাথে নিয়মিত ক্লাস শুরু হয়েছে সব শ্রেণীর শিক্ষার্থীদের। এতে করে খুশি
অভিভাবক ও শিক্ষার্থীরা। শিক্ষকরা বলছেন, দীর্ঘদিন বন্ধ থাকার কারণে শিক্ষা কার্যক্রমে যে ঘাটতি তৈরি হয়েছে তা নিয়মিত ক্লাস গ্রহণের মাধ্যমে সমন্বয় করা সম্ভব হবে। করোনাভাইরাস সংকমন বৃদ্ধি কারণে দুই বছর ধরে বন্ধ ছিলো প্রাক-
প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস।

দীর্ঘ বিরতীর পর এখন শিক্ষার্থীদের কলরবে মুখরিত ক্লাসরুম। আনন্দ সহকারে পাঠগ্রহণ করছে তারা। শিক্ষকরা বলছেন, স্বাস্থ্যবিধি মেনেই শুরু হয়েছে ক্লাস কার্যকম। শিক্ষার্থীরা স্কুলে ফিরতে পেরে খুবই আনন্দিত।

একইসাথে আজ থেকে নিয়মিত ক্লাস শুরু হয়েছে সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠানে। এখন প্রতিদিন সব বিষয়েই পাঠদান করবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এতে করে খুশি অভিভাবক ও শিক্ষার্থীরা। এদিকে শিক্ষকরা বলছেন, দীর্ঘদিন বন্ধ থাকার কারণে শিক্ষা কার্যক্রমে
যে ঘাটতি তৈরি হয়েছে তা নিয়মিত ক্লাস গ্রহণের মাধ্যমে সমন্বয় করা সম্ভব হবে।

http://www.anandalokfoundation.com/