মো. শফি উদ্দিন : শাহদাব আকবর লাবু চৌধুরী ফরিদপুর-২ আসনের খুবই জনপ্রিয় একটি নাম। কৃষি নিয়ে গবেষণা করে পেয়েছেন বঙ্গবন্ধু কৃষি পদক। কবিতাও লিখেন। সমসাময়িক বিষয়ে জাতীয় পত্রিকায় কলাম লিখেন। তিনি মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এম পি এর ছোট ছেলে ও রাজনৈতিক প্রতিনিধি।
করোনাভাইরাস আজ পুরো পৃথিবীকে সংকটে ফেলেছে। বাংলাদেশও এর বাইরে নয়। ফরিদপুর-২ আসনে মায়ের রাজনীতি দেখাশুনা করেন সার্বক্ষনিক। অর্জন করেছেন সাধারন মানুষের ভালবাসা ও আস্তা।
করোনায় ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলার মানুষ কর্মহীন হয়ে পড়ে। এগিয়ে এলেন লাবু চৌধুরী।নিজ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ, মানষকে সচেতন করা, সরকারি ত্রাণ বিতরণ সমন্বয় করা, কৃষিকাজের আগাম পরিকল্পনা করে রেখেছেন তিনি।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্তাভাজন জনাব লাবু চৌধুরীর উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করি। জয় বাংলা – জয় বঙ্গবন্ধু।