14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় র‍্যাবের অভিযান, ২৯৬ বোতল ফেন্সিডিল সহ দু মাদক ব্যবসায়ী আটক

Link Copied!

যশোরের শার্শায় অভিযান চালিয়ে ২৯৬ বোতল ফেন্সিডিল সহ একরামুল (২৪) ও রন্জন বিশ্বাস (৩৯) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব সদস্যরা।
শনিবার (১৫ মার্চ)দিবাগত রাত ১ টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের শ্রীকোনা এলাকা থেকে এ ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।
আটক একরামুল শ্রীকোনা গ্রামের জিন্নাত আলীর ছেলে ও রন্জন বিশ্বাস শীবচন্দ্রপুর গ্রামের ফকির চাঁদ বিশ্বাসের ছেলে।
রবিবার (১৬ মার্চ) দুপুরে র‌্যাব- ৬ যশোরের কোম্পানী অধিনায়ক মো: রাসেল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী যশোর জেলার শার্শার নিজামপুর ইউনিয়নের শ্রীকোনা গ্রামের হাইবাবু ও শফিকুল ইসলাম এর বসতবাড়িতে মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের নিমিত্তে মজুদ করেছে।এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের  আভিযানিক দল অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ী একরামুল ও রঞ্জন বিশ্বাসকে আটক করে। পরে বসতবাড়ির বাহিরে আঙ্গিনার পূর্ব দুয়ারি টিনের চৌচালা রান্নাঘরের ভেতর হতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৯৬ ফেন্সিডিল জব্দ করা হয়। যার আনুমানিক মুল্য ৮,৮৮,০০০/- (আট লক্ষ আটাশি হাজার টাকা মাত্র)।
আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক আইনে  মামলা রুজু করতে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
http://www.anandalokfoundation.com/