সেই ১৯৭১ সালে মুক্তির আন্দোলনের ভয়াবহ রূপ দেখে বাধ্য হয়ে পাকিস্তানকে অখন্ড রাখার জন্য পাকিস্তান সরকার মুজিবকে প্রধানমন্ত্রী করার আশ্বাস দেন। সে ঝড়ের মধ্যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না করে যদি মুজিব অখন্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হন তবে মুজিবকে বাঙ্গালীরা উড়িয়ে দেবে। তাই মুজিব ও ইয়াহিয়ার যৌথ সিদ্ধান্ত মতো বাঙ্গালীর হাত থেকে রক্ষা পেতে তিনি স্বেচ্ছায় গ্রেফতার বরণ করেন। নিরাপদে সময় কাটাতে ইসলামাবাদে চলে যান। কিন্তু তার অনিচ্ছা সত্ত্বেও বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। পাকশক্তি দেখল মুজিব স্বাধীনতা সংগ্রামে কোন অংশ নেয়নি। বরং তা বানচাল করতেই তাদের কথামতো তিনি স্বেচ্ছায় গ্রেফতার বরণ করেন ও পাকিস্তানে চলে যান।
সেই দিন মুজিব গ্রেফতারের পরেই পাক আর্মি প্রথম আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলে। কেননা ছাত্রনেতৃত্বে মূল ঘাটি ছিল এই হল। সেখানে ছাত্রদের হাতে কিছু অস্ত্র ছিল। সেই অস্ত্র কেড়ে নিতেই সেখানে প্রথমে গুলি চালায়। তাতে কিছু ছাত্র হতাহত হয়। তারপরে ছাত্ররা সারেন্ডার করার পরে মুসলিম ছাত্রদের উপর কোন অত্যাচার করেনি তারা। তবে হিন্দু ছাত্রদের তারা রেহাই দেয়নি। সেই গভীর রাতে জগন্নাথ হলে ক্ষুধার্ত হিংস্র বাঘের মতো তারা ঝাপিয়ে পড়ে। সেখানে কাউকে রেহাই দেয়নি। ঘরে ঘরে ঢুকে যাকে পেয়েছে তাকেই পাখির মতো গুলি করে মেরেছে অথবা ধরে নিয়ে এসে মাঠে লাইনে দাড় করিয়ে গুলি করে ৩/৪ শত হিন্দু ছাত্রকে মেরেছে। মধুদাকে মেরেছে। সেই রাত্রে সমস্ত হিন্দু শিক্ষকদের গুলি করে মেরেছে। জগন্নাথ হলের প্রভোস্ট ও দর্শন বিভাগের প্রধান অধ্যাপক ডঃ গোবিন্দ দেব, ইংরেজী বিভাগের অধ্যাপক ডঃ জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, অধ্যাপক ঘোষ ঠাকুর, অধ্যাপক অনুদ্বৈপায়ন ভট্টাচার্য ও পরে সন্তোষ ভট্টাচার্যকে তারা গুলি করে মারে। সে রাত্রে কোন মুসলমানদের উপর তারা কোন আক্রমণ চালায়নি। তবে ভুলক্রমে ডঃ অজয় রায়কে মারতে গিয়ে অধ্যাপক মনিরুজ্জামানকে মেরে ফেলে।
ঐ রাতে ঢাকার সাধনা ঔষধালয়ের ৮০ বছরের বৃদ্ধ মালিক ডঃ যোগেশ ঘোষকে তারা মারে। ডঃ হরিনাথ দে, ডঃ এসকে সেন(জাতীয় পরিষদের প্রাক্তন সদস্য), ডঃ নতুন বাবু, ডঃ কমল সরকার, ডঃ নরেন ঘোষ, এডভোকেট লাল মোহন শিকদার, ব্যবসায়ী চিত্ত সিংহ রায়, সমাজ সেবক বিপ্র ভৌমিক সহ অনেক গণ্যমান্য হিন্দুকে গুলি করে মারে। হাজার হাজার সাধারণ হিন্দুদের মারলেও সাধারণ বা গণ্যমান্য কোণ মুসলমানদের উপরে কোন আঘাত তারা করেনি। কুমিল্লার প্রাক্তন মন্ত্রী ধীরেন দত্ত, অতীন রায়, বরিশালের রায় সাহেব, ললিত বল, অধ্যাপক চিত্ত রায়, রাজশাহীর এডভোকেট বীরেন সরকার, টাঙ্গাইলের রায় বাহাদুর আরপি সাহাসহ হাজার হাজার গণ্যমান্য হিন্দুকে গুলি করে মেরেছে। সব নাম লিখতে গেলে ৩০ লক্ষ মানুষের নাম লিখতে হবে। তার মধ্যে প্রায় ৯৫ শতাংশই হিন্দু।
ইন্দিরা গান্ধীর নির্দেশে বাংলাদেশ ও ভারত সরকার ৭ দফার একটি চুক্তিপত্র সই করে। সেই ৭ দফার সংক্ষিপ্ত রূপ হলঃ
১। যারা মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছে, তারাই যোগ্যতানুসারে প্রশাসনে থেকে সরকার চালাবে। অন্যরা চাকরিচ্যুত হবে। দরকার হলে ভারতের অভিজ্ঞ কর্মচারীরা শূন্যপদ সামরিক পূরণ করে বাংলাদেশকে সাহায্য করবে।
২। প্রধান হবে ভারতীয় সেনা বাহিনীর প্রধান। তার নির্দেশে যুদ্ধ পরিচালিত হবে।
৩। বাংলাদেশে কোনো সামরিক বাহিনী থাকবে না।
৪। তার বদলে প্যারামিলিশিয়া থাকবে। দেশের শান্তিশৃংখলার কাজে তারা সাহায্য করবে।
৫। উভয় দেশে থাকবে খোলা বাজার তবে মাঝে মাঝে আলোচনার মাধ্যমে নীতি নির্ধারিত হবে।
৬। ভারতের সেনা অনির্দিষ্টকাল পর্যন্ত বাংলাদেশে থাকবে। তবে প্রতিবছর আলোচনার মাধ্যমে তাদের ধাপে ধাপে ফিরে আসার সময়কাল নির্দিষ্ট হবে।
৭। উভয় দেশের সরকারের পরস্পর আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত মতো একই পররাষ্ট্র নীতিতে চলবে।
এই চুক্তি সই করার পরেই শ্রীমতি ইন্দিরা গান্ধী যুদ্ধের ব্যাপক প্রস্তুতি নেন।
ভারত বাংলা চুক্তিমতো উভয় দেশের সেনা নিয়ে যৌথবাহিনী গঠিত হয়, নেতৃত্বে থাকেন ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল মানেক স। তখন ভারতের সেনাবাহিনীর পূর্বাঞ্চলের কমাণ্ডিং অফিসার ছিলেন লেঃ জেঃ জে আরোরা। তার নেতৃত্বে ভারতীয় বাহিনী ৩ ডিসেম্বর বাংলাদেশ প্রবেশ করে। রক্তক্ষয়ী তুমুল যুদ্ধের পরে ২৮ ডিসেম্বরের অনেক আগেই ১৬ ডিসেম্বর তারা বাংলাদেশ দখল করে। পূর্ব পাকিস্তানের সেনা প্রধান লে জে নিয়াজী, লে জে আরোরার কাছে অস্ত্র সহ আত্মসমর্পন করেন। সঙ্গে পূর্ব পাকিস্তানের সার্বভৌম ক্ষমতার দলিলটিও তুলে দেন লে জে আরোরার হাতে। অন্যান্য জেনারেল সহ ৯০ হাজার পাক সেনা বন্দি হয়। সেই আত্মসমর্পণ ও সার্বভৌম দলিলটি হস্তান্তরের সময় সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের দূতাবাসের রাষ্ট্রদূতেরা। বিভিন্ন দেশের সংবাদপত্র, রেডিও টেলিভিশনসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের এমন কি রেডক্রশের প্রতিনিধিদের সামনে এই সার্বভৌম দলিলটি হস্তান্তরিত হল। সবাই তার সাক্ষী থাকলেন। কিন্তু ঐ দলিলটি বাংলাদেশ সরকারকে ভারত সরকার ফিরিয়ে দেওয়ার কোন খবর আজ পর্যন্ত জানা যায়নি। কাজেই বাংলাদেশের সার্বভৌম ক্ষমতা প্রকৃত আইনে এখনো ভারতের হাতে। আর প্রাপ্ত সেই অধিকারেই সেদিনের বন্দি পাক সেনাদের ভারতের মাটিতে বিশেষ কারণে নিয়ে আসা হয়।
আর সেই কারণটি হল মুজিবের ভাবী কর্মপন্থার প্রতি ভারতের সন্দেহ ছিল উক্ত যৌথবাহিনী ভেঙ্গে দেওয়ার খবরও আজ পর্যন্ত প্রচারিত হয়নি। এমন কি সেই ৭ দফা চুক্তিও আজ পর্যন্ত কোন সরকার এককভাবে বা যৌথভাবে নাকচ করেনি।
তথ্য সূত্রঃ বাঙ্গালী মুক্তিযুদ্ধের অন্তরালে শেখ মজিব