13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বের প্রবীনতম সাধক পদ্মশ্রী পদকপ্রাপ্ত স্বামী শিবানন্দকে সংবর্ধনা প্রদান

Link Copied!

নবীগঞ্জের ঐতিহ্যবাহী মন্দির শ্রী শ্রী ঠাকুর বাণীনাথের শূভ আবির্ভাব মহোৎসব উপলক্ষ্যে ১২৭ বছর বয়সী বিশ্বের প্রবীনতম মহাত্মা ভারত সরকারের পদ্মশ্রী পদকপ্রাপ্ত স্বামী শিবানন্দকে সংবর্ধনা ১২ ফেব্রুয়ারী সোমবার বিকালে শতক ঠাকুরবাণী আশ্রমে অনুষ্টিত হয়।
আশ্রমের সেবায়েত গুরুমাতা ফাল্গুনী গোস্বামীর সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক নন্দকিশোর রায়ের এর সঞ্চলনায় এতে বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তিত্ব অনুষ্টানের মুকুটমনি বেরারস ভারতের স্বামী শিবানন্দ বাবাজী। এতে অতিথি হিসাবে বক্তব্য রাখেন,লেখক ও গবেষদ উপাধ্যক্ষ প্রফেসর নন্দলাল শর্মা,প্রকৌশলী মনোজ বিকাশ রায়,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য এডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস,ভারত বেঙ্গালুরের ফাল্গুনী ভট্টাচার্য্য,  আগরতলার ডাঃ বিধান নাথ চৌধুরী,এডভোকেট মনমোহন দেবনাথ, নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,গজনাইপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ ইকবাল আহমদ ছালিক মিয়া,প্রভাষক প্রনয় কুমার দত্ত,পরিতোষ মোহন দত্ত প্রমূখ।  গীতাপাঠ করেন, বিপ্লব ভট্টাচার্য্য।
এ সময় উপস্থিত ছিলেন সিলেটের মহানাম সেবক সংঘের সুনীল পাল চৌধুরী,এডভোকেট শিপন পাল,চন্দন দে,তপন পাল,শৈলেশ দত্তসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তরা পরম সাধক স্বামী শিবানন্দ বাবার বাণী “আমার চরন ধরিস না,আচরন ধর” এই মহান বাণীসহ তাঁর বর্নাঢ্য জীবনীর উপর বিস্তারিত আলোচনা করেন। সংবর্ধিত শিবানন্দ বাবাজীকে  মানপত্র ও ঠাকুরবাণীর বাধাইকৃত প্রতিকৃতি তুলে দেন আশ্রমের গুরুমাতাজী ফাল্গুনী গোস্বামী। অনুষ্টানের শুরুতেই অতিথিদেরকে ফুল দিয়ে বরন করেন ঠাকুরবাণী আশ্রমের শিষ্যবৃন্দ।
http://www.anandalokfoundation.com/