14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

করোনা পরিস্থির কারনে আমার ইউনিয়নে একটি লোকও না খেয়ে থাকবে না -চেয়ারম্যান এনামুল

Rai Kishori
April 23, 2020 8:42 pm
Link Copied!

ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।।   করোনা পরিস্থিতির কারনে আমার ইউনিয়নে কর্মহীন একটি মানুষও না খেয়ে থাকবে না। বলেছেন পাইকগাছায় সোলাদানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম এনামুল হক।

আজ বৃহষ্পতিবার সকালে ভিলেজ পাইকগাছা ১ ও ২ নং ওয়ার্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলের চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নিজ অর্থায়ন ও সরকারী অর্থায়নে আমার ইউনিয়নে প্রায় ৪০ হাজার মানুষকে খাদ্য সহায়তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে আমার ইউনিয়নে ৭ হাজার পরিবারের মধ্যে প্রায় ৪ হাজার ৮শ পরিবারে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছি। বাকীদের খাদ্য নিয়ে দুঃশ্চিন্তার কোন কারন নেই, যেকোন মাধ্যমে হোক কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হবে।

তিনি করোনা সংক্রমন প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহবান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা সহকরী শিক্ষা অফিসার দেবাশিষ দাশ, ইউপি সদস্য ঠাকুর দাশ সরকার, কল্যানী মন্ডল,আজিজুর রহমান লাবলু, আবুল কাশেম সরদার, ডাঃ শফিকুল ইসলাম, জনাব আলী সরদার, এস এম মোস্তাক আহম্মেদ, আব্দুল্লা মালী, হিরামন, মোক্তার হোসেন, একরামুল, আনারুল ইসলাম ও আব্দুল মালেক প্রমুখ।

http://www.anandalokfoundation.com/