নিউজ ডেস্ক: ইসরায়েলি বিমান বাহিনী লেবাননে বোমাবর্ষণ শুরু করেছে। এর আগে হিজবুল্লাহ ইসরায়েলে রকেট নিক্ষেপ করেছিল, এই রকেট হামলায় ইসরায়েলে ১২ জন মারা গেছে। বহু মানুষ আহতও হয়েছে। হামলার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী বলেছিল তারা হিজবুল্লাহকে জবাব দিতে প্রস্তুত। হামলার সময় হিজবুল্লাহ ইসরায়েলে ভারী রকেট নিক্ষেপ করে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মতে, হিজবুল্লাহ ইসরায়েলে ৪০টি রকেট নিক্ষেপ করেছে। হামলার পরই ইসরায়েলি সেনাবাহিনী বলেছিল যে তারা হিজবুল্লাহর বিরুদ্ধে ‘প্রতিশোধমূলক ব্যবস্থা’ নেবে।
কেন ইসরাইল লেবাননে বোমা মেরেছে?
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলকে টার্গেট করেছিল। শনিবার মাজদাল শামস শহরে রকেট হামলা চালায় হিজবুল্লাহ। এই হামলায় ইসরায়েলে ১২ জন নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়েছে বলে জানা গেছে। এই হামলায় হিজবুল্লাহ ইসরাইলের দিকে রকেট ছোড়ে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মতে, হিজবুল্লাহ ইসরায়েলে ৪০টি রকেট ছুড়েছে।
গোলান হাইটসের মাজদাল শামসের একটি ফুটবল মাঠে এই হামলার ঘটনা ঘটে, যাতে ১২ যুবক নিহত হয়। ইসরায়েলি সামরিক বাহিনী এটিকে “৭ই অক্টোবরের পর থেকে ইসরায়েলি বেসামরিকদের উপর সবচেয়ে মারাত্মক হামলা” বলে বর্ণনা করেছে।
সেনাবাহিনী বলেছে যে হিজবুল্লাহ মারাত্মক রকেট নিক্ষেপ করেছে, ১০ থেকে ২০ বছর বয়সী যুবকদের হত্যা করেছে। শনিবার ইসরাইল দক্ষিণ লেবাননে হামলা চালায়, যাতে চার হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়।
হিজবুল্লাহ তাদের যোদ্ধাদের ওপর প্রতিশোধ নিতে রকেট হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইসরায়েলে হামলা নিয়ে কি বলল হিজবুল্লাহ?
হিজবুল্লাহ বলেছে, তারা লেবাননের একটি গ্রামে ইসরায়েলি হামলার জবাবে গোলান মালভূমিতে একটি সামরিক ঘাঁটিতে হামলা করেছে। হিজবুল্লাহর প্রধান মুখপাত্র মোহাম্মদ আফিফ দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, দলটি “মজদাল শামসকে আক্রমণ করার বিষয়টি স্পষ্টভাবে অস্বীকার করে।” প্রধান মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগ্রি সাংবাদিকদের বলেছেন “হিজবুল্লাহ মিথ্যা বলছে।” তিনি বলেন, নিহত ১০ জনের সবার বয়স ১০ থেকে ২০ বছর এবং আহত হয়েছেন ২০ জনের বেশি।
ফুটবল মাঠে হামলার ঘটনায় এ কথা জানিয়েছে ইসরাইল
ইসরায়েলি সামরিক বাহিনী শনিবার এক বিবৃতিতে বলেছে যে গোয়েন্দা তথ্য অনুসারে, “মাজদাল শামসের দিকে রকেট উৎক্ষেপণ করেছে হিজবুল্লাহ সন্ত্রাসী সংগঠন।” বিবৃতিতে আরও বলা হয়েছে, “মাজদাল শামসের একটি ফুটবল মাঠে রকেট উৎক্ষেপণের পিছনে হিজবুল্লাহ সন্ত্রাসী সংগঠন রয়েছে, যার ফলে শিশুসহ অসংখ্য বেসামরিক মানুষ নিহত হয়েছে।”