সরকার প্রতি বছর ১৭ অক্টোবর লালন সাঁইয়ের তিরোধান দিবসটিকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। ফলে এটি ইতিপূর্বে মন্ত্রিপরিষদ বিভাগ ঘোষিত ‘ক’ শ্রেণিভুক্ত দিবসের তালিকায় যথাস্থানে সন্নিবেশিত করা হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে।
এ সিদ্ধান্ত যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়/বিভাগ/সংস্থাকে অনুরোধ করা হয়েছে।