14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

লম্পট প্রেমিকার প্রতারনায় ডাঃ আকাশের পর ব্যবসায়ী সুজয়ের আত্মহত্যা

Rai Kishori
February 26, 2019 10:06 pm
Link Copied!

রাজিব শর্মা, চট্টগ্রাম অফিসঃ এক মাস পার না হতেই ডাঃ মিতুর লাম্পঠ্যতা, অতি আধুনিকতা, চরিত্রহীনতার কারণে ফেসবুকে স্টাটাস ” ভালো থেকো আমার ভালবাসা, তোমার প্রেমিকদের নিয়ে” লিখে চট্টগ্রাম চন্দনাইশ থানার মৃত আবদুছ ছবুরের সন্তান ডাঃ মোস্তফা মোরশেদ আকাশ শরীরে ইনজেকশন পুশ করে আত্মহত্যা করেন।

আমাদের চট্টগ্রামের অাঞ্চলিক ভাষায় কথা আছে ” অতি সুন্দরীর নেক নাই” তা শিক্ষিত অতি আধুনিকতার নামে লাম্পঠ্যতার কারণে একমাসে দুইজন আত্মহত্যার মধ্যে দিয়ে প্রমাণ করে দিল ডাঃ আকাশ ও ও সুজয় মজুমদার।

জানা যায় প্রেমের কারণে আত্মহত্যা করেন সুজয় মজুমদার(২৬)। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় গত রোববার রাত ১১ টায় তার মৃত্যু হয়। এর আগে গত রোববার বিকেল ৪টার দিকে নগরীর আন্দরকিল্লাস্থ একটি ভাড়া বাসায় বিষপান করলে স্থানীয়রা সুজয় মজুমদারকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করান।

সুজয় মজুমদার চট্টগ্রামের রাউজান পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ডের বাবুল মজুমদারের পুত্র। নিহতের খালাতো ভাই বিপ্লব জানিয়েছেন, চট্টগ্রাম নগরীর কোরবানীগঞ্জ এলাকার প্রিয়া দাশ নামের এক মেয়ের সাথে সুজয় মজুমদারের প্রেমের সম্পর্ক ছিল। বাবার চাপের মুখে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হয় প্রিয়া দাশ। একারণে সুজয় আত্মহত্যার পথ বেছে নেয়।

সুজয় মজুমদার গত দশ বছর ধরে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লায় চাকরি করলেও কয়েক মাস আগে মজুমদার এন্টারপ্রাইজ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করে। দুই বোনসহ মা-বাবা রাউজানে বসবাস করলেও চাকরির সুবাদে চট্টগ্রাম নগরীতে বাসা ভাড়ায় থাকত সুজয়।

http://www.anandalokfoundation.com/