14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঁচদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা

Link Copied!

পড়িলে বই আলোকিত হই এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে, সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে পাঁচ দিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার আয়োজন করা হয়।
জেলা কালেক্টরেট প্রাঙনে ভ্রাম্যমাণ বইমেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান, সচেতন নাগরিক কমিটির সভাপতি জেড এম ফারুকী, লক্ষ্মীপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মাইনুদ্দিন পাঠান, অধ্যাপক সাইফুল ইসলাম তপন, লক্ষ্মীপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি আরমান হোসেন, বিশ্ব সাহিত্য কেন্দ্রের বিশেষ প্রতিনিধি রাজন দত্ত মজুমদার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
http://www.anandalokfoundation.com/