তানভীর আহমেদ রিমন, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে আরও চারজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট শনাক্তকৃত করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২৬ জনে।
রবিবার রাত সাড়ে ১০ টার দিকে জেলা সিভিল সার্জন কার্যলয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার রাতে জেলাতে ২২জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আইইডিসিয়ার এর নির্দশেনায় তাদের নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টিনে রেখে চিকিৎসা প্রদান করছে জেলা উপজেলা স্বাস্থ্য বিভাগ। তবে, জেলার রামগঞ্জ ও রামগতিতে প্রথম এবং দ্বিতীয় শনাক্তকৃত রোগীকে ঢাকার কুয়েত বাংলাদেশে মৈত্রী সরকারী হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।