বাংলাদেশের কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে উখিয়া ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
উখিয়ার ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন, এছাড়া সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা কাজ করছে সেখানে।
কুতুপালং ক্যাম্পের একজন বাসিন্দা ছাত্তার ইসলাম বিবিসিকে জানিয়েছেন, বেলা ৪টার দিকে সেখানে প্রথম আগুন দেখা যায়। সেখানে দুশোর মত ঘর রয়েছে।
তিনি বলছেন বালুখালির ৮,৯,১০ নম্বর ক্যাম্পে আগুন ধরেছে, এখন সেখান থেকে আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে।
বর্তমানে ১১ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী কক্সবাজারের আশ্রয় শিবিরগুলোতে আছেন।