নিউজ ডেস্ক: চলমান কারফিউ আরও শিথিল হচ্ছে। আগামী রোববার ২৮ জুলাই থেকে ৩১ জুলাই মঙ্গলবার পর্যন্ত সরকারি অফিস সমূহ সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে।
শনিবার সকালে দ্যা নিউজকে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
কোটা বিরোধী আন্দোলন কে কেন্দ্র করে যে সহিংসতা হয়েছিল তা দেখে সরকার গত সপ্তাহে তিন দিন সরকারি ছুটি ঘোষণা করেছিল। গত বুধবার থেকে সীমিত পরিসরে অফিস আদালত চলে। পাশাপাশি চালু হয় ব্যাংকিং কর্মকাণ্ড।
দেশের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। এ কারণে কারফিউয়ের সময় সীমা কমিয়ে আনছে সরকার।
তবে দেশের শিক্ষা প্রতিষ্ঠান সমূহ কবে খুলবে তা জানায়নি কর্তৃপক্ষ।