টিসিবি’র গাড়ীর পিছনের লাইন বলে দেয় আমাদের দেশের বর্তমান অবস্থা। রমজানের শুরু থেকে জরুরীভাবে সারাদেশে রেশনিং ব্যবস্থা চালু না করলে মানুষের দুর্ভোগ লাঘব সম্ভব নয়। সিয়াম সাধনের মাসে সরকারের কাছে রেশনিং ব্যবস্থা চালু করার জোর দাবি জানালেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে’র মহাসচিব নুরুল আমিন রোকন।
২৭ মার্চ রবিবার বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি কর্তৃক আয়োজিত ‘মহান স্বাধীনতা দিবস পালন ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবী জানান।
বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটির চেয়ারম্যান জাকির হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন এ সোনালী খবরের যুগ্ম সম্পাদক কে এম ওয়াজেদ আলী, সংগঠনের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির ও শফিকুল ইসলাম, নির্বাহী পরিচালক এস এম তাজুল ইসলাম, পরিচালক রেজাউল করিম, সহকারী পরিচালক, কাজী আবির আসলাম, সিনিয়র সাংবাদিক আজিজুল হক মিন্টু, সিনিয়র সাংবাদিক ফজলুল হক বাবু, সিনিয়র সাংবাদিক এস এম রাজু আহমেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন রোকন বলেন, স্বাধীনতার ৫১ বছরে আমরা উন্নয়নশীল দেশের তালিকায় অবস্থানের মুহুর্তে দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত দুর্বীসহ জীবন-যাপন করছে যা ভাষায় প্রকাশ করার মতো নয়। টিসিবির গাড়ীর পিছনের সাধারণ মানুষের ভিড় বলে দেয় আমাদের দেশের বর্তমান অবস্থা। তিনি সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, অতি দ্রুত সারাদেশে রেশনিং ব্যবস্থা চালু করে মানুষের খাদ্যের নিশ্চয়তা দেয়া জরুরী। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে সিন্ডিকেট বন্ধ না করলে দেশের মানুষের জীবন-যাপন আরো দুর্বীসহ হয়ে পড়বে। বর্তমানে দেশের মানুষ ভালো নেই।
পবিত্র মাহে রমজানে নিত্যপণ্য যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা যায় তার ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়। টিসিবি’র পণ্য মহল্লায় মহল্লায় দেয়ার দাবি জানানো হয়। সরকার আমাদের দাবিগুলো রমজানের মধ্যে বাস্তবায়ন না করিলে দুর্বার আন্দোলন গড়ে তুলে সরকারকে বাধ্য করতে হবে। তিনি আরো বলেন, ইউক্রেন- রাশিয়া যুদ্ধের অজুহাতে পৃথিবীর কোন দেশে তেলের দাম না বাড়লেও বাংলাদেশে সিন্ডিকেটের মাধ্যমে বৃদ্ধি করা হয়। প্রয়োজনে টিসিবি’র গাড়ী বন্ধ করে মহল্লায় মহল্লায় রেশুনিং ব্যবস্থা চালু করা জরুরী। পরিশেষে মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে সভা সমাপ্তি ঘোষণা করা হয়।