13yercelebration
ঢাকা

রাণীনগরে আমেরিকা প্রবাসীর উদ্দ্যোগে গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

Brinda Chowdhury
December 31, 2019 4:13 pm
Link Copied!

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে এক আমেরিকা প্রবাসীর উদ্দ্যোগে গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

উপজেলার কুজাইল উত্তরপাড়া গ্রামের আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার মো: আতাউর রহমান রাজা’র উদ্দোগ্যে মঙ্গলবার সকালে তার বড় ভাই কাশিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছায়ের আলী বিদ্যুৎ মৃধা ওই এলাকার গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।

এছাড়াও এই আমেরিকা প্রবাসী ওই এলাকার গরীব অসহায় মানুষের মাঝে টিউবওয়েল ও চিকিৎসার জন্য অর্থ প্রদানসহ বিভিন্ন সহযোগীতা করে থাকেন বলে জানা গেছে।

এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ইউনুছ কাজী, কাশিমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মানিকুজ্জামান মানিক, প্রচার সম্পাদক সাদেকুল ইসলাম নয়ন, কাশিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান রানা, কাশিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-প্রচার সম্পাদক বেলাল হোসেন। এছাড়াও ওই আমেরিকা প্রবাসীর পরিবারের লোকজনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/