14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রাজ্যসভায় নাগরিকত্ব বিল পাশের পরও বাতিলের দাবি ৬ শতাধিক বিশিষ্ট ব্যক্তির

Biswajit Shil
December 12, 2019 8:04 am
Link Copied!

ভারতে লোকসভার পর বুধবার রাজ্যসভায় রাত ৮টা ৪৫ মিনিট নাগাদ ভোটের মাধ্যমে  নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হয়। পক্ষে  ১২৫টি ও বিপক্ষে ১০৫টি ভোটে

ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) প্রত্যাহার করতে ক্ষমতাসীন বিজেপি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির লেখক, সাংবাদিক, চলচ্চিত্রকার, মানবাধিকার কর্মীসহ ছয় শতাধিক বিশিষ্ট ব্যক্তি। বিতর্কিত ঐ বিলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে নিপীড়িত হিন্দুরা ভারতে পালিয়ে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসি ও খ্রিস্টানদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। বিলটিকে ‘বিভাজক, বৈষম্যমূলক ও অসাংবিধানিক’ আখ্যা দিয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা।

এদিকে ভারতের ‘মুসলিমবিরোধী নাগরিকত্ব সংশোধনী বিলের (সিএবি) তীব্র সমালোচনা করে অহিংস অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন দেশটির কয়েকজন সাবেক আমলা (আইএএস)। মানবাধিকারকর্মী ও সাবেক আইএএস কর্মকর্তা হর্ষ মন্দার বলেছেন, এনআরসির জন্য কোনো নথি জমা দেব না। নথিবিহীন মুসলিমদের যে শাস্তি দেওয়া হবে, নিজের জন্য আমি সেই শাস্তির দাবি তুলব। একই সঙ্গে নাগরিকত্ব প্রত্যাহারের মতো শাস্তি চাইব।’

বুকার পুরস্কারজয়ী অরুন্ধতী রায় ছাড়াও চিঠিতে স্বাক্ষর করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন লেখক নয়নতারা সাহগল, অশোক বাজপেয়ি, পল জাকারিয়া, অমিতাভ ঘোষ, শশী দেশপান্ডে, চলচ্চিত্র নির্মাতা অপর্ণা সেন, নন্দিতা দাস ও ইতিহাসবিদ রোমিলা থাপার।

যদিও লোকসভাতেই বিরোধীদের জবাব দিয়ে অমিত শাহ জানিয়ে ছিলেন, ভারতীয় মুসলিমদের উপর কোনও প্রভাব পড়বে না। ভারতে বসবাসকারী মুসলিমরা সম্মানের সঙ্গেই বাঁচতে পারবেন। বিভেদ তৈরি করার জন্য এই বিল আনা হয়নি বলে উল্লেখ করেন তিনি। রাজ্যসভা থেকেও বিরোধীদের এদিন একই কথা বলেন তিনি।

খবর এনডিটিভি

http://www.anandalokfoundation.com/