মোঃ ফরহাদ শেখ রাজৈর (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপরের রাজৈর উপজেলার সদরে অবস্থিত ঐতিহ্যবাহী রাজৈর ডিগ্রি কলেজকে সরকারি করায় নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানকে লাল গালিচা সংবর্ধনা অনুষ্ঠানে বলেন। পরাজয়ের গ্লানী দীর্ঘ স্থায়ী হয় । পাকিস্তান এখনো তাদের পরাজয়ের গ্লানী ভুলে যায়নি । ওরা কেউটে সাপ । ওরা এখনো সড়যন্ত্র করে চলছে। ওরা আমাদের মহা শত্রু। তারা (পাকিস্তান)বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমরা যেন সেই অপপ্রচারের বিরুদ্ধে লড়াই করতে পারি।
আওয়ামীলীগ যখন ক্ষমতায় আসে তখন দেশে উন্নয়নের জোয়ার বয়ে যায় । কিন্তু বিনপির চেয়ারপার্সন খালেদা জিয়া চোখে ছানি পড়ায় তিনি সে উন্নয়ন দেখতে পাননি । তবে ছানি অপারেশন করার পর তিনি এখন উন্নয়ন দেখতে পাচ্ছেন । তারা শুধু রাজনীতির নামে দেশের মানুষ হত্যা, জালাও পোড়াও ও বোমাবাজি করতে জানেন । তিনি ছাত্র-ছাত্রীর উদ্দেশ্য করে আরো বলেন, মাদকের বিরুদ্ধে লড়াই করে যেতে হবে ।
মাদককে আমরা জেটিয়ে বিদায় করে দেব। তা নাহলে যুব সমাজ ধংবস হয়ে যাবে। শিক্ষার কোন বিকল্প নেই। মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে। কলেজ অধ্যক্ষ মরিয়ম মুজাহিদার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, মন্ত্রীর সহধর্মীনি রোকেয়া বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আনছার উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার রাসেল হোসেন, রাজৈর পৌর মেয়র শামীম নেওয়াজ, রাজৈর আওয়ামীলীগের সভাপতি আঃ মোতালেব মিয়া ও দাতা সদস্য দিলরুবা বেগম।