বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনীতি করতে পারার ব্যাপারে আগের বক্তব্যেই অনড় থাকার কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
বৃহস্পতিবার (২ মার্চ) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
এর আগে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক সংসদীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য পিম ভ্যান স্ট্রিয়েনের নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী।
গত ২২ ফেব্রুয়ারি সচিবালয়ে আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য বলেন, খালেদা জিয়ার রাজনীতি করতে বাধা নেই। আইনমন্ত্রী আনিসুল হকও একই কথা বলেন।
তবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ জানান, খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন না।
এ বিষয়ে ফের দৃষ্টি আকর্ষণ করা হলে কৃষিমন্ত্রী বলেন, রাজনীতির বিষয়টি বুঝতে হবে। আইন যা-ই থাক। ইরানের খোমেনির রাজনীতি কি বন্ধ ছিল? বঙ্গবন্ধু জেলে থেকে রাজনীতি করেছেন না? কনভিকশন (দণ্ডিত) হয়েছেন। কনভিকশন হলেই কী বঙ্গবন্ধু রাজনীতি বন্ধ করে দিতেন? আমি সেই জায়গা থেকে বলেছি।
জেলে বসেও তো রাজনীতি করা যায়। আমি তো সেই কথাটিই আপনাদের বলেছিলাম। আবারও বলছি,যোগ করেন মন্ত্রী।
রাজ্জাক বলেন, সারা পৃথিবীতে তো বিদ্রোহী ও বিপ্লবীরা এভাবেই রাজনীতি করেছেন। খালেদা জিয়া ইলেকশনে যেতে পারবেন না, আইনের কারণে। কিন্তু তার রাজনীতির চিন্তাচেতনা–এগুলো কি তারা বন্ধ করে দেবে নাকি–যে আমি রাজনীতি করব না।
কিন্তু মন্ত্রিসভার সদস্যরা একমত হতে না পারার বিষয়ে এক প্রশ্নে কিছু সময় চুপ করে থেকে আব্দুর রাজ্জাক বলেন, ক্যাবিনেট কলিগরা বলছে কীভাবে? আমি ওনার সাথে কথা বলিনি, কী বলছে। আমাকে যদি কোনো কারণে জেল দেয়…। লালু প্রসাদ কি রাজনীতি বন্ধ করছে। জয়ললিতারও তো দুর্নীতির জন্য…। তার মৃত্যুর পর মানুষ আত্মহত্যাও করেছে।
তিনি বলেন, আমাদের ওবায়দুল কাদের সাহেবও তো বলেছেন, তিনি (খালেদা জিয়া) নির্বাচন করতে পারবেন না, আইন অনুযায়ী। সংবিধানে আছে দু-বছরের বেশি সাজা হলে নির্বাচন করা যাবে না। কিন্তু রাজনীতিটা আপনি বন্ধ করবেন কেমনে?
সংসদে শেখ ফজলুল হক সেলিম বলেছেন, খালেদা জিয়া রাজনীতি না করার মুচলেকা দিয়েছেন–এ বিষয়ে আব্দুর রাজ্জাক বলেন, এটা আমি জানি না, কোথায় মুচলেকা দিয়েছেন খালেদা জিয়া। একটা জানি যে, তারেক দিয়েছে। বিদেশে যাওয়ার আগে তত্ত্বাবধায়ক সরকারের কাছে সে দিয়ে গেছে।
নির্বাহী আদেশে খালেদা জিয়ার মুক্ত থাকার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, জেলে থেকেও তো একজন মানুষ যোগাযোগ রাখতে পারেন। জেল দিয়ে কি কোনোদিন কারো রাজনীতি বন্ধ করা যাবে–যদি সে আদর্শবাদী রাজনীতিবিদ হয়, দেশপ্রেমিক হয়। গোপনে সে চিঠি লিখে পাঠাল–কর্মীদের নির্দেশনা দিল। এটা কর, সেটা কর। আমি সেটা মিন করেছি। সেটা সে করতেই পারে।