14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রাজনগর সরকারি কলেজের ছাত্রীকে ছুরিকাঘাত করার প্রতিবাদে মানববন্ধন

Biswajit Shil
November 11, 2019 6:23 pm
Link Copied!

মৌলভীবাজার, জগদীশ দাশঃ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় বখাটে  মাসুম মিয়া (২০) এর ছুরিকাঘাতে আহত হয়ে কলেজ ছাত্রী বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আজ সোমবার এর প্রতিবাদে রাজনগর সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেন। এছাড়াও এই মানববন্ধনে যোগদান করেন রাজনৈতিক সংগঠন , সামাজিক  সংগঠনের নেতৃৃৃবৃন্দ।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন রাজনগর সরকারি কলেজের অদ্যক্ষ জনাব জিলাল উদ্দিন, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শাহানারা রুবি, রসায়ন বিভাগের সহকারী অদ্যাপক রামানন্দ দেবনাথ, রজনগর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শ্রীমতি মুক্তি চক্রবর্তী, রাজনগর থানার এস আই আবু মোকসেদ (পিপিএম),উপজেলা ছাত্রলীগ সম্পাদক আব্দুল্লা আল সাম্মু, তরুন সনাতনী সংঘ(টি,এস,এস)রাজনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনি কুমার দেব,  রাজনগর সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি রাহি খান, সাধারণ সম্পাদক রিয়াজ খান প্রমুখ।
বক্তারা বলেন এর আগে এরকম রাজনগর উপজেলায় এত বাজে ঘটনা ঘটেনি।বখাটে মাসুম মিয়া দুইবার এই ঘটনা ঘটিয়েছে।তার বিরুদ্ধে  গত এপ্রিল মাসের মামলা বিচারাধীন আছে। এর পরও সে আবার এই মেয়েটার উপর তার,সহযোগীদের নিয়ে হামলা করে। যদি মেয়েরা স্কুল কলেজে আসা যাওয়া না করতে পারে তাহলে মেয়েদের লেখাপড়া করানো সম্ভব হবে না। তাই সকল বক্তারা বলেন বখাটে মাসুম মিয়া(২০) ও তার সহযোগীদের দৃষ্টান্তমুলক শাস্তি চান।তার শাস্তি দেখে যাতে বখাটেদের বুক কেঁপে  ওঠে ।
গত এপ্রিল মাসে শ্লীলতাহানির জন্য এই মেয়ে রাজনগর থানায় মামলা দায়ের করেছিল।গত শনিবার ৯ নভেম্বর দুপুর দেড়টার দিকে রাজনগর উপজেলার চৌধুরী বাজার এলাকায় এই ছুরিকাঘাত ঘটনা ঘটে।
 কয়েক মাস ধরে রাজনগর উপজেলার ক্ষেমসহস্র গ্রামের মখলিছ মিয়ার ছেলে বখাটে মাসুম মিয়া (২০) মেয়েটিকে কলেজে যাওয়া আসার পথে উত্যেক্ত করত ও নানা প্রকার কুপ্রস্তাব দিয়ে আসছিল।তাই মেয়েটির পরিবার একাধিকবার  বখাটে মাসুমের পরিবারের সদস্যদের জানিয়ে আসছিল।এর পরও মাসুম বখাটেপনা  ছাড়ছিলো না।গত ২৩ এপ্রিল মঙ্গলবার সাড়ে ৯ টার দিকে দুই বান্ধবী মিলে এইচএসসি  ১ম বর্ষের ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার সময় ক্ষেমসহস্র ক্যানেলের ব্রীজের পাশে আসা মাত্রই বখাটে মাসুম মিয়া মেয়েটিকে কুপ্রস্তাব করে।এতে সে রাজি না হওয়ায় মেয়েটিকে ধরে ধস্তাধস্তি শুরু করে এবং টানা হেছড়া করে যৌনপীড়া দেয়।এতে মেয়ের কলেজের জামা ছিড়ে যায়। তাই মেয়েটি সাথে সাথে রাজনগর থানায় লিখিত অভিযোগ করে।মামলা নং ২০ তারিখ ২৫/৪/১৯ ইং রেকর্ড করা হয়।এই ঘটনার পর থেকে বখাটে মাসুম পলাতক ছিলো।
গত শনিবার ৯ নভেম্বর দুপুরে কলেজ থেকে বাড়ি যাওয়ার পথে  চৌধুরীবাজার এলাকায় মৃত  কুটি মিয়ার বাড়ির পাশে  উৎপেতে থাকা কয়েকজন ধারালো ছুরি দিয়ে  সুমির উপর এলোপাতাড়ি  হামলা চালায়। এতে সুমি সুরচিৎকার করলে  এলাকার লোকজন মেয়েটিকে আহত অবস্থায় বখাটেদের  হাত থেকে রক্ষা করেন।মেয়েটির শরীরের অনেক জায়গায় ধারালো ছুরির আঘাত ও কাটা রক্তাক্ত জখম পাওয়া গেছে।সাথে সাথে স্থানীয়রা বখাটে মাসুমকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। সুমি কে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর দেকে  থাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরন করেন।বর্তমানে সে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। চিকিৎসক বলেছেন তার শরীরের কয়ক জায়গায় স্টেপিং পাওয়া গেছে।তাই অপারেশন করতে হয়েছে ।তার শরীর থেকে অনেক রক্তক্ষরণ হয়েছে।তাই রক্ত দেওয়া হয়েছে। এখন সে ঝুঁকিমুক্ত আছে।তাকে সুস্থ হতে অনেকদিন লাগবে।
http://www.anandalokfoundation.com/