14rh-year-thenewse
ঢাকা

যে কারণে আজ একাদশী পালন নয়

Link Copied!

যে কারণে আজ একাদশী পালন নয় ।। আজ ১৫ মে সোমবার সূর্যোদয় (বাংলাদেশ) ভোর ০৫:২৯:৫৩ এবং একাদশী আরম্ভ হয়েছে রোববার শেষ রাত্রি ০৩:৫৪:১৯। অর্থাৎ সূর্যোদয় আর দশমীর শেষ সময়ের ব্যবধান ১ ঘন্টা ৩৫ মিনিট ৩৪ সেকেন্ড।এক মুহূর্ত্ত = ২ দন্ড বা ৪৮ মিঃ । ব্রাহ্মমুহূর্ত্ত= সূর্যোদয়ের ২ মুহূর্ত্ত আগে অর্থাৎ ৯৬ মিঃ আগে বা ১ ঘন্টা ৩৬ মিঃ পূর্বে। তাই মাত্র ২৬ সেকেন্ড কাল সময়ের জন্য বিদ্ধ্যা হয়েছে।  তাই আজ একাদশী পালন নয় ।

শ্রীশ্রীহরিভক্তিবিলাস উপবাস দিন নির্ণয়ঃ  দ্বাদশ বিলাস ৭৩তম শ্লোক থেকে এখানে উল্লেখ করছি।

একাদশী দ্বিবিধ, সম্পূর্ণা ও বিদ্ধা। বিদ্ধা আবারও পূর্ববিদ্ধা ও পরবিদ্ধা প্রভৃতি ভেদে অনেকবিধ। তাহার মধ্যে পূর্ববিদ্ধ্যা পরিত্যাজ্য। ৭৩

সম্পূর্ণা একদশীঃ হরিভক্তিবিলাস দ্বাদশ বিলাসে বর্ণিত, সূর্য্যের উদয় পূর্বে দুই মুহুর্ত একাদশী থাকিলে সম্পূর্ণা কহে। ১২০। সম্পূর্ণা একাদশী পালন কর্তব্য।

বিদ্ধাঃ আদিত্যোদয়ের পূর্ব্বে মুহুর্ত দ্বয়ের ন্যুন থাকিলে দশমী বিদ্ধা বলিয়া গননীয় হয়। ১২২। অরুণদয় সময়ে দশমী সমন্বিতা একাদশী বর্জ্জন করিবে, পরন্তু বৈষ্ণব ব্যক্তির পক্ষে দশমী-সমন্বিতা একাদশী বিশেরূপে পরিত্যাজ্যা। ১২৩।

বিদ্ধাও আবার পূর্ব্ববিদ্ধা, পরবিদ্ধা প্রভৃতি ভেদে অনেকবিধ। তাহার মধ্যে পূর্ব্ববিদ্ধা পরিত্যাজ্য।৭৩।।অমাবস্যা চতুর্দ্দশী দ্বারা এবং একাদশী দশমী দ্বারা বিদ্ধা হইলে তৎদিনে উপবাস স্বর্গগতি নষ্ট হয় এবং পূর্ব্বার্জিত পূন্য ক্ষয় পায়।৭৬।। নারদ বলিয়াছেন, কোন ব্রতে একাদশী তিথি দশমীর অনুগামী হইলে সন্ততিনাশ হয় এবং দেহান্তে নিরয়-গতি লাভ হইয়া থাকে।৭৭।। দশমী বিদ্ধা একাদশীতে কদাচ উপবাসী থাকিবে না। তদ্দিনে উপবাস করিলে শতবর্ষার্জ্জিত পুন্যের হ্রাস হইয়া থাকে।

অরুনোদয় সময়ে দশমী বিদ্ধা একাদশী হইলে দ্বাদশীতে উপবাস পূর্ব্বক ত্রয়োদশীতে পারণ করিতে হয়। ১২৪।।

http://www.anandalokfoundation.com/