মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াত নেতা মীর কাসেম আলীর ভাইয়ের কাছ থেকে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বড় অঙ্কের টাকা পেয়েছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
রোববার সন্ধ্যায় নিজের ফেসবুকে স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন।
সজীব ওয়াজেদ জয় বলেন- ‘কিছু তথ্য আমার কাছে এসেছে যা অত্যন্ত উদ্বেগজনক।নিন্দিত সাবেক প্রধান বিচারপতি সিনহা সম্প্রতি নিউইয়র্ক এসেছিলেন। সেখানে তিনি গোপনে যুদ্ধাপরাধী মীর কাসেমের ভাই মামুনের সঙ্গে দেখা করেন। আমরা জানতে পেরেছি, মামুনের কাছ থেকে তিনি বড় অঙ্কের টাকা পেয়েছেন। টাকাটা তাকে দেয়া হয়েছে আমাদের সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য। তাদের এই আলাপ দেখেছে ও শুনেছে এরকম সাক্ষীও আছে।
দুর্ভাগ্যবশত, আমাদের দেশে রাজনৈতিক ষড়যন্ত্র খুবই সাধারণ একটি বিষয় উল্লেখ করে তিনি পেইজে একটি প্রবন্ধ শেয়ার করেন।
প্রবন্ধটি নিয়ে তিনি বলেন, প্রবন্ধটিতে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে আমাদের ‘কুশীল’ সমাজ কিভাবে প্রতিক্রিয়া দেখাতেন যদি ১৯৭৫ এর ১৫ আগস্টের ষড়যন্ত্র ব্যর্থ হতো।