যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল, নিখোঁজ ১০০ বেশি মানুষ। আগুনে পুড়ে গেছে প্রায় এক হাজার বাড়িঘর। দাবানলের কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে ।
আগুন ছড়িয়ে পড়েছে ১শ’ ৬০ কিলোমিটার এলাকাজুড়ে। মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
কলোরাডোতে পূর্ববর্তী দাবানলগুলো হয়েছে গ্রামীণ অঞ্চলে। কিন্তু এবার শহরতলিতে ছড়িয়ে পড়েছে আগুন। দাবানলে কেবল ঘরবাড়ি নয়, পুড়ে গেছে একটি শপিং কমপ্লেক্স এবং একটি হোটেলও।
দাবানল আরও ছড়ানোর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বন্যপ্রাণী ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।