14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

যশোর মন্দিরের ৮টি প্রতিমা ভাংচুরে মামলা, গ্রেফতার নাই

Rai Kishori
April 13, 2019 9:02 am
Link Copied!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুরে মন্দিরের প্রতিমা মূর্তি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় মামলা হয়েছে অথচ গ্রেফতার করছে না পুলিশ। বাংলাদেশ মাইনরিটি ওয়াচ (BDMW) সরেজমিনে মামলাটি তদন্ত করছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শনিবার সন্ধ্যার দিকে উপজেলার হেলাঞ্চী বাজারের হেলাঞ্চী বাজার বাসন্তী পূজা মন্দিরের আটটি প্রতিমাকার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী, দুর্গা, মহিশাসুর, মহিষ ও সিংহ মূর্তি ভাঙচুর করে দুর্বৃত্তরা।

হেলাঞ্চী বাজার বাসন্তী পূজা মন্দিরের সাধারণ সম্পাদক রণজিত কুমার দাস বলেন, এই মন্দিরে গত বৃহস্পতিবার থেকে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা উপলক্ষে মন্দিরের প্রতিমা মূর্তি তৈরি করে পূজার আয়োজন চলছিল। কিন্তু দুর্বৃত্তরা হামলা চালিয়ে মন্দিরের আটটি প্রতিমার হাত ও মাথা ভেঙে ফেলে।

মন্দিরের সভাপতি কার্তিক চন্দ্র দাস আমাদের বলেন, এই মন্দিরে অন্তত এক-দেড় শ বছর ধরে শান্তি ও সম্প্রীতির মধ্য দিয়ে পূজা-পার্বণ চলে আসছে। এ ধরনের কোনো ন্যক্কারজনক ঘটনা আগে কখনো ঘটেনি।

মণিরামপুর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুনীল কুমার ঘোষ এ ঘটনায় নিন্দা জানান। এদিকে মণিরামপুর থানার এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ তত্পর রয়েছে। শান্তি ও সম্প্রীতির মধ্য দিয়ে পূজা উদ্যাপিত হবে, আশঙ্কা বা ভয়ের কোনো কারণ নেই।

মনিরামপুরের ওসি সহিদুল ইসলাম BDMW কে বলেন, উক্ত ঘঠনায় থানায় মামলা নংং ১১ তারিখ ০৭.০৪.১৯ ধারা ২৯৫ পেনাল কোড, বাংলাদেশ মাইনরিটি ওয়াচ উক্ত ধর্মিয় অবমাননার তীব্র নিন্দা করেছেন, হিন্দু মূর্তি ভাংলে সাজা হওয়ার ঘঠনা চোখে পড়ার মত নয়, অতএব বিষয়টি তদন্ত করে আসামীদের অনতিবিলম্বে গ্রেফতার করলে পুজারিদের মনে ভয় ভিথ কমবে এবং প্রতি হিংসার তীব্রতা কমবে।

http://www.anandalokfoundation.com/