13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

যশোরে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে বঙ্গবন্ধুশেখ মুজিবের ৪০তম শাহাদৎ বার্ষিকী পালিত

admin
August 15, 2015 9:04 pm
Link Copied!

যশোর প্রতিনিধিঃ সকাল থেকে বিভিন্ন মাইক সাউন্ড বক্স ও প্রর্দশনের মাধ্যমে যশোরের সর্বত্রই জাতির জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে ।

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে যশোর-৩ আসনের সংসদ কাজী নাবিল আহমেদ,জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন,উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার,সদর উপাজেলার আওয়ামীলীগের সভাপতি মোহিত কুমার নাথসহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শনিবার সকালে শহরের গরীবশাহ সড়কের বকুলতলায় বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে স্পুষ্পার্ঘ্য অর্পন করেন।

পর্যায়ক্রমে পুস্পার্ঘ্য অর্পন করেন,বঙ্গ বন্ধু স্মৃতি সংসদ যশোর জেলা ও সদর শাখার  ডাক্তার,এইচ,এস,এম আব্দুর রব,অধ্যাপক ইলিয়াস,হোসেন,বাবু কায়েস হুমায়ূন,মুক্তিযোদ্ধা গোলাম আরেফিন, ডাক্তার এসএম হেলাল আহম্মেদ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক,হাসান,শেখ শফিউর রহমান আকুল,আশিক মাহামুদ ইয়াছিন,কামরুজ্জামান,এস মোস্তাফা কামাল আশিক,বাস্তহারা লীগের ইয়াছিন রিয়াদ সুজন,আলমগীর হোসেন,আবুল বাসারসহ বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়া,যশোর শহর ও শহরতলীর প্রায় ৩শত স্থানে সংসদ কাজী নাবিল আহমেদ  ও জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের সমর্থনকারীরা বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী পালন করে বিভিন্ন আয়োজনের মধ্যে।

শনিবার জাতীয় শোক দিবসে কোথাও শুধু মাত্র দুপুরে জোহরের নামাজের পরে আবার কোথাও আছর এবং মাগরিব নামাজের শেষে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।যশোর শহর এলাকা ঘুরে দেখা গেছে,শহরের ঘোপ জেলরোডস্থ চেম্বার অব কর্মাস ইন্ড্রাষ্ট্রিজের সামনে ঘোপ ৩নং ওয়ার্ডের আয়োজনের পৌর কাউন্সিলর মকছিমুল বারী অপু.হুমায়ূন কবীর কভু,তার পাশে জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সংসদ আলী রেজা রাজুর,ঘোপ নওয়াপাড়া রোডে দুলাল ও কামাল,ঘোপ জেল রোডস্থ ট্যাক্সি স্ট্যান্ডে আমিন,জলিল,শাহীন,কাশেম,বেলতলায় ইলিয়াস,ঘোপ নওয়াপাড়া রোডে রফিকুল ইসলাম বল্টু,নাসিম,ঘোপ বৌ বাজারে খালেক মোল্যা,হালিম,গনি,কিসমত নওয়াপাড়া মসজিদের সামনে যুবলীগের সিরাজুল,আব্দুল মাজেদ,বাহাদুর মেহেগুনী তলার মোড়ে মিজান,কামারুজ্জামানসহ কোতয়ালি থানা এলাকার কমপক্ষে ৩শ’ স্থানে মাইক বাজিয়ে ও কাঙ্গালী ভোজের মাধ্যমে জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়।

http://www.anandalokfoundation.com/