14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ম্যারিল্যান্ডে জয়ের ৬০০ কোটি টাকার বাড়ি উদ্ধার

admin
October 2, 2017 9:28 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ জাতিসংঘ অধিবেশন শেষে ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক ছাড়েন শেখ হাসিনা। গন্তব্য পুত্র সজীব ওয়াজেদ জয়ের বাসা। তবে জয়ের বাসা কোথায় ওয়াশিংটন নাকি ভার্জিনিয়া এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রে দলের অনেক নেতাকর্মী জানেন, জয়ের বাসা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। তবে শেখ হাসিনা কি জয়ের ভার্জিনিয়ার বাসায় উঠেছেন নাকি অন্য বাসায় এ নিয়ে সরকারী মহলে স্পষ্ট কোন বক্তব্য নেই। এ নিয়ে খোঁজখবর করতে গিয়ে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ম্যারিল্যান্ডে জয়ের ৬ ‘শ কোটি টাকার একটি বাড়ীর খোঁজ মিলেছে। পোটোম্যাকে জয়ের প্রাসাদোপম বাড়ীতেই উঠেছেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা কোথায় থাকছেন এটি জানার অধিকার দেশের জনগনের রয়েছে। কিন্তু ইচ্ছে করেই সেটি জনগনকে জানতে দেয়া হচ্ছে না। সূত্র মতে, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার জয়ের ওয়াশিংটন কিংবা ভার্জিনিয়ার বাসায় উঠেননি। তিনি উঠেছেন সজিব ওয়াজেদ জয়ের ম্যারিল্যান্ডের পোটোম্যাক এর বাসায়। ওয়াশিংটন, ভার্জিনিয়া, মেরিল্যান্ড প্রতিটি আলাদা আলাদা রাজ্য। প্রতিটি রাজ্যেই জয়ের আলাদা আলাদা বিলাসবহুল বাড়ি রয়েছে। তবে মেরিল্যান্ডের পোটোম্যাক এলাকায় জয়ের বর্তমান বাড়ীটি নতুন কেনা।

দেশে বিদেশে জয়ের নির্দিষ্ট কিছু ধনী ঘনিষ্ঠজন ছাড়া যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে পোটোম্যাকের বাড়ীটির খবর অজানা। তাই শেখ হাসিনা এবার মেরিল্যান্ডে জয়ের পোটোম্যাক এলাকার বাড়ীতে উঠলেও পত্র পত্রিকার রিপোর্টে এটি গোপন রাখা হচ্ছে। বরং পত্র পত্রিকার রিপোর্টে বারবার প্রচার করা হচ্ছে শেখ হাসিনা জয়ের ভার্জিনিয়ার বাসায় উঠেছেন ।

স্থানীয় সুত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্রে মেরিল্যান্ড রাজ্যের পোটোম্যাক সবচেয়ে দামি এবং বিলাসবহুল এলাকা হিসাবে পরিচিত। সাধারনত এই এলাকায় দেশটির বিলিয়নিয়ররা বসবাস করেন। বিশাল এলাকা নিয়ে এই এলাকার প্রতিটি বাড়ীই ছবির এই বাড়িটির মতোই বিলাসবহুল। প্রতিটি বাড়ীর রয়েছে আলাদা নিরাপত্তা ব্যবস্থা। এই এলাকায় সাধারনত ১০০ কোটি টাকার নিচে কোন বাড়ি নেই। সূত্রমতে জয়ের পোটোম্যাক এলাকার বাড়িটির দাম প্রায় ৬শ কোটি টাকা। শেখ হাসিনা পোটোম্যাকের বাড়িটির কথা গোপন রাখতে চেয়েছিলেন। এই কারণে শেখ হাসিনা এবার তার পুত্র জয়ের ম্যারিল্যান্ডের বাসায় গেলেও সবাই জানেন তিনি থাকছেন তার পুত্র জয়ের ভার্জিনিয়ার বাসায়। পোটোম্যাকের বাড়ীতে থাকার সময়ই শেখ হাসিনা অসুস্থ হয়ে পড়েন। ফলে পোটোম্যাকের বাড়ী থেকে গিয়েই শেখ হাসিনাকে গল ব্লাডারের অপারেশন করতে হয়। সে কারণে পোটোম্যাকে জয়ের বিলাসবহুল প্রাসাদের কথা কেউ কেউ জেনে যায়। পোটোম্যাকে জয়ের প্রাসাদের কথা ধামাচাপা দিতে গিয়ে শেখ হাসিনার অপারেশন কোথায় হয়েছে এ নিয়ে পত্রপত্রিকায় বিভিন্নরকম তথ্য এসেছে। তাই অনেক পাঠকের কাছেই স্পষ্ট নয় আসলে শেখ হাসিনা বর্তমানে জয়ের কোন বাসায় থাকছেন এবং কোথায় তিনি গলব্লাডার অপারেশন করিয়েছেন।

২৮ সেপ্টেম্বর দৈনিক ইত্তেফাকের রিপোর্টে বলা হয়, “যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গলব্লাডারে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ওয়াশিংটনের একটি হাসপাতালে স্থানীয় সময় ২৫ সেপ্টেম্বর রাত ৮টায় (বাংলাদেশ সময় ২৬ সেপ্টেম্বর, সকাল ৬টা) তার এ অস্ত্রোপচার করা হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সফল অস্ত্রোপচারের পরে প্রধানমন্ত্রী এখন সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। চিকিৎ্সকের পরামর্শ অনুযায়ী প্রধানমন্ত্রী এখন বিশ্রামে রয়েছেন। প্রেস উইং আরো জানায়, এর আগে প্রধানমন্ত্রী হঠাৎ্ পেটে ব্যথা অনুভব করলে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করেন এবং গলব্লাডারে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। এ সময় প্রধানমন্ত্রীর পাশে তাঁর ছোট বোন শেখ রেহানা ও পুত্র সজীব ওয়াজেদ জয় উপস্থিত ছিলেন। অস্ত্রোপচারের একদিন পরে প্রধানমন্ত্রী ওয়াশিংটনে তাঁর আবাসস্থলে ফিরে আসেন”।

অপরদিকে পহেলা অক্টোবর দৈনিক মানবকন্ঠ পত্রিকায় কলামিষ্ট বিভুরঞ্জন সরকার লিখেন “প্রধানমন্ত্রী শেখ হাসিনার গলব্লাডার অপারেশনের খবরে অনেকের মধ্যেই কিছুটা উদ্বেগ-উৎকণ্ঠার জন্ম দিয়েছে। তার এই অপারেশনের খবর কারো আগে জানা ছিল না। হঠাৎ অসুস্থ বোধ করায় তাকে ভার্জিনিয়ার একটি হাসপাতালে নেয়া হয় এবং সফল অস্ত্রোপচার হয়

অপরদিকে শেখ হাসিনার অপারেশন সম্পর্কে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দেন সজীব ওয়াজেদ জয়। স্ট্যাটাসে জয় লিখেন, ‘গত সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে মা’র গল-ব্লাডারের সার্জারি হয়। আমাদের পাশের হাসপাতালে আমার এক ডাক্তার বন্ধুই সার্জারিটি করেন। সার্জারিটি অত্যন্ত সফল ছিল। পরদিন সকালেই মা বাসায় ফিরে আসেন। তিনি এখন খুব দ্রুত সুস্থ হয়ে উঠছেন।’

প্রশ্ন হলো, শেখ হাসিনার অপারেশন আসলে কোথায় হয়েছে?। জয় বলছেন, “অপারেশন হয়েছে তাদের বাসার পাশের হাসপাতালে”। এই পাশের হাসপাতালটি কোথায়? ওয়াশিংটনে? ভার্জিনিয়ায় নাকি ম্যারিল্যান্ডে?

অপারেশন নিয়ে এ ধরণের বিপরীতধর্মী তথ্যের হেতু কি? একটি সূত্র বলছে, মেরিল্যান্ডে জয়ের কয়েক‘শ কোটি টাকার পোটোম্যাকের বাড়ীর তথ্য লুকোতে গিয়েই এ ধরনের বিপরীতধর্মী বক্তব্য দেয়া হচ্ছে। এদিকে এ ব্যাপারে টেলিফোনে যোগাযোগ করা হলে ওয়াশিংটনে থাকা শেখ হাসিনার তথ্য সচিব ইহসানুল করীম বলেছেন, তাকে যা জানানো হয়েছে সেটিই তিনি গনমাধ্যমে জানিয়েছেন।

সূত্র মতে, শেখ হাসিনার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সবাইকে এই বাড়িতে রাখা হয়নি। কারণ পোটোম্যাক এলাকাটি ভিভিআইপি এলাকা হিসাবে বিবেচিত হওয়ায় ওই এলাকাটির সাধারণ নিরাপত্তা ব্যবস্থা যেকোন এলাকার চাইতে বেশি। চাইলেই এই এলাকায় যে কেউ সহজে ঢুকতে পারেন না। এমনকি শেখ হাসিনার নিরাপত্তার দায়িত্বে থাকা সবাইকে ওই বাড়ীতে রাখা হয়নি। বরং তাদের কাউকে কাউকে ভার্জিনিয়া, ওয়াশিংটন কিংবা মেরিল্যান্ডের হোটেলে রাখা হয়।

উল্লেখ্য, চলতি বছর আমেরিকাভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘গ্লোবাল ফিন্যানশিয়াল ইন্ট্রিগ্রিটি -জিএফআই’ তাদের প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, ‘গত একদশকে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ছয় লাখ কোটি টাকা’। দেশের ব্যাংকগুলো লুটপাট করে ঝাঁঝরা করে দেয়া হয়েছে। ব্যাংকিং খাত সংশ্লিষ্টদের অভিমত, ব্যাংকিং খাতের লুটেরাদের সঙ্গে সরাসরি সরকারের উপর মহলের যোগসাজশ রয়েছে। এসব কারণে কোনো ঘটনায় বিচার হয়না। এর প্রমান, তথ্যপ্রযুক্তির অপব্যাবহার করে ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারী বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ফান্ডের আটশো দশ কোটি টাকা লুট করা হয় এবং এর সমস্ত তথ্য প্রমান পরিকল্পিত আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলা হয়।

সূত্র: ডেইলিবিডিটাইমস ডটকম

http://www.anandalokfoundation.com/