নয়ন লাল দেব, মৌলভীবাজার প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিশ্ব কবিমঞ্চ মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে আলোচনা সভা, কবিতা পাঠ ও ভারত থেকে আগত অতিথি কবি লক্ষীন্দর কুমার সিংহকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
আজ ১১ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি হলরুমে সংগঠনের সভাপতি কবি মায়া ওয়াহেদের সভাপতিত্ত্বে ও সহ-সাধারণ সম্পাদক কবি পলাশ দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ড. সৈয়দ আহমদ আলী আজিজ। বিশেষ অতিথি ছিলেন শ্রীগৌরবাণী সম্পাদক এড. কিশোরী পদ দেব শ্যামল, কবি ও নাট্যকার আব্দুল মতিন, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অজয় সেন, অধ্যাপক কবি ড. রঞ্জিত সিনহা, সাংবাদিক নুরুল ইসলাম সেফুল ও বিশ্ব কবিমঞ্চের কেন্দ্রীয় আহব্বাহক কবি পুলক কান্তি ধর।
আলোচনা ও কবিতা পাঠে অংশগ্রহন করেন কবি মনোরঞ্জন ধর, কবি অসিত দেব, প্রভাষক হিরন্ময় দেব, কবি পৃথিশ চক্তবর্তী, কবি শহীদুল ইসলাম লিটন, কবি চন্দ্রশেখর দেব, কবি নয়ন লাল দেব, কবি গোপাল চক্রবর্তী ও সংবাদকর্মী গৌতম বৌদ্ধ পাল প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ব কবিমঞ্চ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক কবি সাবিয়া ইয়াসমিন সাখি ও সাংগঠনিক সম্পাদক কবি নাহিদ ইয়াসমিন।
সভার শুরুতে এই বিজয়ের মাসে স্বাধীনতা যুদ্ধে বলিদান হওয়া সকল শহীদদের স্মরণে একমিনিট নিরবতা পালন করা হয়।