আরিফ মোল্ল্যা, ঝিনাইদঃ মোবারকগঞ্জ চিনিকল উদ্বোধনের ১২ ঘন্টা পরই বয়লারের জ্বালানী সংকটের কারনে মিলটি বন্ধ হয়ে পড়েছে। শনিবার ভোর ৪ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মিলের আখ মাড়াই ও কারখানা বন্ধ থাকে। এরপর জ্বালানী সংগ্রহের পর দুপুর ১ টার দিকে মিলটি পূনরায় আবার চালু করা সম্ভব হয়। এতে ৯ ঘন্টা কার্যক্রম বন্ধ থাকায় মিলটিতে প্রায় ৬/৭ লাখ টাকার ক্ষতির সন্মুখিন হবে বলে জানাগেছে।
উল্লেখ্য, শুক্রবার বিকালে দক্ষিনাঞ্চলের একমাত্র ভারী শিল্প প্রতিষ্টান মোবারকগঞ্জ চিনিকলের ২০১৯-২০২০ মাড়াই মৌসুমের শুভ উদ্ধোধন করা হয়।
মিলের কারখানার শ্রমিকরা জানায়, শুক্রবার বিকালে মিলটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। এরপর রাতে অল্প সময়ের জন্য থেমে থেমে কয়েক দফা মিলটি বন্ধ হয়ে পড়ছিল। শনিবার ভোর ৪ টায় মিলটি পুরো বন্ধ হয়ে পড়ে। শ্রমিকরা জানায়, মিলের বয়লারের জ¦ালানী হিসাবে ব্যাবহৃত ভেগাস ও কাঠ সংকট হয়ে পড়ায় কারখানার ষ্টিম কমে যায়। এক পর্যায়ে মিলটি বন্ধ হয়ে পড়ে। পরে জ্বালানী ব্যাবস্থা করে দুপুর ১টার দিকে মিলটি আবার চালু করা সম্ভব হয়। শ্রমিকরা আরো জানায়, কারখানা ব্যাবস্থাপকের অদক্ষতার কারনে এমন অবস্থা সৃষ্টি হয়েছে।
এদিকে মিলটি জ্বালানী সংকটের কারনে বন্ধ হয়ে যাবার খবর শুনে ক্ষেতে আখ থাকা কৃষকদের মনে নানান ধরনের সংকা দেখাদিয়েছে।
মিলের ব্যাবস্থাপনা পরিচালক আনোয়ার কবির বয়লারের জ্বালানীর সংকটের বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, বয়লারের জন্য মজুত ভেগাস ভেজা থাকায় একটু সমস্যা হয়েছে। এ জন্য সকাল থেকে মিলটি বন্ধ থাকলেও দুপুরে আবার পূনরায় চালু করা সম্ভব হয়।
উল্লেখ, নানা অব্যাবস্থাপনার জন্য মিলটি এ পর্যন্ত প্রায় ২’শ ৭৭ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে মিলটি চালু হলেও মিল চালুর এক দিন না পেরতেই আবার বন্ধ হয়ে য়ায়। এছাড়াও শ্রমিক কর্মচারীরা মিলের নিকট বেতন বকেয়া বাবদ প্রায় ২ কোটি টাকা পাবে বলে জানা গেছে। মিলের ভগ্নদশা না কাটলে লোকসানের মাত্রা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।