বেড়া পৌরসভা নির্বাচন
মেয়র পদে একই পরিবারের ৩ জন সহ ৬,
কাউন্সিলর পদে ৬৫ জনের মনোনয়ন পত্র দাখিল
আগামী ২৮ নভেম্বর পাবনার বেড়া পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে ২ নভেম্বর বেড়া উপজেলা নির্বাচন অফিসে মেয়র,কাউন্সিলর প্রার্থীরা নেতা কর্মী সমর্থকদের নিয়ে মাইক্রোবাস মোটর সাইকেল বহর নিয়ে ব্যাপক শো’ডাউন ও উৎসব মূখর পরিবেশের মাধ্যমে বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল করেছেন। নির্ধারিত সময় শেষে মেয়র পদে ৬ জন, ১০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৫২ জন ও সংরক্ষিত নারী কাউন্সিল পদে ১৩ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। অতিরিক্ত পাবনা জেলা নির্বাচন কর্মকর্তা ও বেড়া পৌরসভা নির্বাচনের সহকারী রির্টানিং অফিসার মো.তৌফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মেয়র পদে ছয় জন প্রার্থীরা হলেন, আ.লীগের মনোননিত প্রার্থী স্বারাষ্ট্র মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং পাবনা-১ আসনের সাংসদ এ্যাড. শামসুল হক টুকুর জ্যোষ্ঠ পুত্র যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম আসিফ শামস (রঞ্জন)। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন পাবনা জেলা আ.লীগের কার্যনির্বাহী সদস্য ও সাবেক ছাত্র নেতা এ এইচ এম ফজলুল রহমান(মাসুদ), বেড়া পৌরসভার সাবেক মেয়র ও বেড়া উপজেলা আ.লীগের সভাপতি পদ হতে অব্যাহতি প্রাপ্ত এবং সাংসদ এ্যাড. শামসুল হক টুকুর আপন ভাই মো. আব্দুল বাতেন, মুক্তিযুদ্ধ বিষয়ক উপ কমিটির সদস্য ডা.মো.আ.আউয়াল, আওয়ামী লীগ কর্মী কে এম আব্দুল্লাহ ও একমাত্র নারী প্রার্থী পাবনা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. শামসুল হক টুকুর আপন ভাতিজি এস এম সাদিয়া আলম।
বেড়া পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষনার পর থেকেই বেড়া পৌরসভা সহ উপজেলার সবর্ত্র নির্বাচনী হাওয়া বয়ে চলছে। চায়ের দোকানে,রেষ্টুরেন্টে,মাঠে-ঘাটে চলছে নির্বাচনে প্রার্থীতা,জয় পরাজয়ের হিসাব নিকাশ। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে মেয়র পদে একই পরিবারের ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেওয়ায় নির্বাচনী আলোচনার মাঠে আলোচনার কেন্দ্র বিন্দু হিসেবে পরিণত হয়েছে। নির্বাচনী বোদ্ধারা নির্বাচনে ভিন্ন ভিন্ন কৌশলের ইঙ্গিত দিচ্ছেন। তার পরও মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষায় বেড়া পৌর এলাকার সুধীজন।
বেড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, ৪ নভেম্বের মনোনয়ন পত্র যাচাই-বাছাই এবং ১১ নভেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। আগামী ২৮ নভেম্বর ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট গ্রহণ হবে। ১০টি ওয়ার্ড নিয়ে বেড়া পৌরসভা গঠিত। এ পৌরসভায় মোট ভোটর সংখ্যা ৪২ হাজার ৮ শত আঠারো জন। তন্মধ্যে পুরুষ ২১ হাজার ৭ শত বিরাশি, মহিলা ভোটার সংখ্যা ২১ হাজার ৩৬ জন।