মেহের আমজাদ, মেহেরপুর (১৮-০৩-১৭): বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ মেহেরপুর জেলা শাখা নব-নির্বাচিত কমিটির অভিষেক হয়েছে।
শনিবার সকাল ১১ টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি নকিম উদ্দীন।
প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, স্থানীয় সরকারের উপ-পরিচালক খাইরুল হাসান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আসাফ-উদ দৌল্লা। বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফিরোজ আহম্মেদ, বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ, অতিরিক্ত মহা-সচিব সেলিম ভূইয়া ।
মেহেরপুর সরকারি কর্মচারি সমন্বয় পরিষদের প্রচার সম্পাদক মামুনুর রহমানের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মচারি সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক আফতাব আলী, বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব আজিম উদ্দিন, জেলা শাখার সহ-সভাপতি আবুল কালাম আজাদ, চর্তুর্থ শ্রেণী কর্মচারি সমিতির সাবেক সভাপতি পিয়ার আলী প্রমূখ। এসময় জেলা শাখার সহ-সভাপতি নুরুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক শাহীন ইকবালসহ জেলা সকল সরকারি কর্মচারীগন উপস্থিত ছিলেন।
এর আগে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠান শেষে নব-নির্বাচিত সকল সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করা হয়।