মেহের আমজাদ,মেহেরপুর (০৪-০৩-১৭) মেহেরপুরের সদর উপজেলার রাজনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা গেলাম নবী (৬৫) ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহে—– রাজেউন)। শুক্রবার রাত ৯ টার দিকে স্টক করলে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি সেখানে মারা যান।
গতকাল শনিবার সকাল ১১ টার দিকে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয় নিজ গ্রাম রাজনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঈদগাহ মাঠে । জানাযা শেষে রাজনগর কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা গেলাম নবীর দাফন সম্পন হয়েছে। তার স্ত্রী ও ২টি ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার জানাযা অনুষ্ঠানে মেহেরপুর অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীরের নেতৃত্বে রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এসময় বিউগলের করুণ সুর বেজে উঠার সাথে সাথে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার-১ যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন,সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম ও এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাযায় অংশ গ্রহন করেন।
এর আগে তার মরদেহ জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে দেয়া হয় এবং মরদেহে পুষ্পমাল্য অর্পন করা হয়।