মেহের আমজাদ,মেহেরপুর (২৮-০৬-১৮): জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ মেহেরপুরের যৌথ আয়োজনে দিনব্যাপি ”সড়ক নিরাপত্তা ও দূর্ঘটনা হ্রাসের লক্ষ্যে পেশাজীবি গাড়ী চালকদের সেমিনার ও প্রশক্ষিণ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনার ও প্রশক্ষিণ কর্মশালায় জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সেমিনার ও কর্মশালার উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তৌফিকুর রহমানর সভাপতিত্ব বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল, মেহেরপুর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও আঞ্চলিক পরিবহণ কমিটি সদস্য রফিকুল আলম, সহকারী পুলিশ সুপার লিয়াকত হোসেন। মোটরযান পরিদর্শক এম এম সবুজের সঞ্চালনায় ও তাঁর স্বাগত বক্তব্যের পর অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন,মেহেরপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি আবু হোসেন খান, মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান।
সেমিনারের আগে এক বর্ণাঢ্য র্যালি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তৌফিকুর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসকের অফিস চত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়। বহুসংখ্যক মোটর শ্রমিক এই র্যালি ও সেমিনারে অংশ গ্রহণ করে।