মেহের আমজাদ, মেহেরপুর: এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে যত অর্জন তার মধ্যে সর্বশ্রেষ্ট অবদান হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। আর এটি অর্জন করা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের দৃঢ় নেতৃত্বের কারণে। আজ কোন রাষ্ট্র আমাদের দেশের উপর খবরদারি করতে পারে না। যারা দেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি, তারাই ১৯৭৫ সালে জাতীর জনককে স্বপরিবারে হত্যা করেছে। বাংলাদেশকে আগের অবস্থানে নিয়ে যাবার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। আজ অনেকেই বাংলাদেশের ইতিহাসকে বিকৃতি করার ষড়যন্ত্রে লিপ্ত। ইতিহাসকে ভবিষ্যৎ প্রজন্মকে মনে রাখতে হবে। যে জাতী ইতিহাস সম্পর্কে জ্ঞান রাখে না, সে জাতীর ভবিষ্যৎ অনিশ্চিত। আজ সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন। তিনি আরো বলেন, ১৯৭৫ সালে যারা বঙ্গবন্ধকে হত্যা করেছে তাদেরকে দেশের একটি মহল বিভিন্নভাবে প্রতিষ্ঠিত করেছে, পুরষ্কৃত করেছে। এছাড়াও তাদেরকে মন্ত্রীত্ব সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বানানো হয়েছে। এই কুচক্রি মহলকে চিহ্নিত করতে হবে। দেশ যখন এগিয়ে যাচ্ছে তারাই আজ নানা ষড়যন্ত্রে লিপ্ত। তারা দেশের উন্নয়নে নানভাবে বাধাগ্রস্থ করছে। এসব প্রতিকুলতা মোকাবেলা করে দেশ সামনের দিকে অগ্রসর হচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশসাক পরিমল সিংহ। বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আহমার উজ্জামান, জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. পল্লভ ভট্টাচার্য সহ প্রশাসনের উদ্ধত কর্মকর্তারা। জেলা প্রশাসন চত্বরে এ আলোচনা সভার আয়োজন করা হয়।