মেহের আমজাদ, মেহেরপুরঃ “মাদককে না বলুন মাদকমুক্ত সমাজ গড়ুন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মেহেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০১৬ পালন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ রোববার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ । আলোচনা সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হেমায়েত হোসেন’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, সহকারি পুলিশ সুপার ( সার্কেল) মোস্তাফিজুর রহমান ও জেলা শিক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র গোলদার ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক আসলাম আলী মন্ডল,উপ-পরিদর্শক মো: জসিম উদ্দীন প্রমুখ ।