মেহের আমজাদ,মেহেরপুর (১১-০৮-১৭): ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে বঙ্গবন্ধু ছাত্র যুব প্রজন্মলীগ মেহেরপুর জেলা শাখা বিভিন্ন শ্রেণীর স্থানীয় ক্রীড়াবিদদের সাথে মত বিনিময় ও আলোচনা সভা করেছে ।
শুক্রবার সকাল ১০টার দিকে মেহেরপুর সরকারী উচ্চ বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মত বিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক এ্যাডঃ মিয়াজান আলী ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ছাত্র যুব প্রজন্মলীগ মেহেরপুর জেলা শাখার সভাপতি মোঃ সেলিম রেজা দোস্ত, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ । এ সময় বঙ্গবন্ধু ছাত্র যুব প্রজন্মলীগ-এর অন্যান্য নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন ।