মেহের আমজাদ, মেহেরপুর: ”অতীতকে জানবো, আগামীকে গড়বো” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মেহেরপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস। স্বাক্ষরতা দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল নয়টার দিকে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে এবং সেভ দি চিলড্রেন-এর সহযোগতিায় একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহর প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্ষালয়ের সামনে গিয়ে শেষ হয়।
র্যালীতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাশিদুল মান্নাফ কবীর। এসময় র্যালীতে জেলা তথ্য কর্মকর্তা রোস্তম আলী, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো সহ জেলার বিভিন্ন এনজিও প্রতিনিধি, স্কুলের শিক্ষার্থী সহ সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক পরিমল সিংহ-এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাশিদুল মান্নাফ কবীর, স্থানীয় সরকারের উপ-পরিচালক হেমায়েত হোসেন, প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো, ব্র্যাক-এর মেহেরপুর জেলা প্রতিনিধি মোশারফ হোসেন প্রমুখ ।