মেহের আমজাদ, মেহেরপুর: আগামী ৮ সেপ্টেম্বর মেহেরপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক পরিমল সিংহ।
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খায়রুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আলহাজ্ব আশকার আলী, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো, ডা. রোমেনা খাতুন প্রমুখ।