14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

Biswajit Shil
December 9, 2019 11:06 pm
Link Copied!

মেহের আমজাদ,মেহেরপুর (০৯-১২-২০১৯):  দুর্নীতি সইবো না দুর্নীতি করবো না “ আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ” এই শ্লোগানে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও মেহেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে গণস্বাক্ষর অভিযান,মানববন্ধন এবং আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমীর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি। মানববন্ধনে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল,উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক খান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন,সদস্য নুরুল আহমেদ প্রমুখ।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তৌফিক রহমানসহ দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য বৃন্দ ও বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারী মানববন্ধনে অংশগ্রহণ করেন। এর আগে এ দিন সকালে জেলা প্রশাসকের কক্ষে জেলা প্রশাসক আতাউল গনি গণস্বাক্ষর করে দুর্নীতি বিরোধী অভিযানের সূচনা করেন।

http://www.anandalokfoundation.com/