মেহের আমজাদ,মেহেরপুর (২৮-০৬-১৮): মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং বিসিবি’র সহযোগিতায় অনূর্ধ্ব ১২ ক্রিকেট কার্নিভাল-এর উদ্বোধন করা হয়েছে। ক্রিকেট কার্নিভালে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, এ এল এম জিয়াউল হক ফ্রেন্ডস্ ফাউন্ডেশন, ডেফোডিল স্কুল এবং আর আর মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনূর্ধ্ব ১২ ক্রিকেট কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন। বক্তব্যে রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব কে এম আতাউল হাকিম লাল মিয়া, সদস্য আনোয়ারুল হক শাহী, কোচ হাসানুজ্জামান হিলন প্রমুখ।