14rh-year-thenewse
ঢাকা আজ বুধবার আগস্ট 13, 2025
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের গাংনীতে ১৪ জামায়াত নেতা কর্মী আটক

admin
November 8, 2015 3:39 pm
Link Copied!

মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুরের গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতার মামলার ১৪ জন জামায়াত নেতা -কর্মী কে আটক করেছে।

শনিবার রাতভর উপজেলার বেশ কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, করমদী গ্রামের আফেজ উদ্দীনের ছেলে হয়রত আলী, নওয়াপাড়া গ্রামের মেছের আলীর ছেলে মানিক, এলাঙ্গী গ্রামের আজিম উদ্দীনের ছেলে সবুর, কসবা গ্রামের ফতে আলীর ছেলে ইন্তাজ আলী, চাঁদপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে রওশন আলী, চৌগাছা গ্রামের রিয়াজ উদ্দীনের ছেলে রুস্তুুম আলী, একই গ্রামের রইচ উদ্দীনের ছেলে বিপ্লব, বাঁশবাড়িয়া গ্রামের কলিমুদ্দীনের ছেলে আফসার, আব্দুল জলিলের ছেলে আদম আলী, আজের আলীর ছেলে রেনা, বাহাগুন্দা গ্রামের আব্দুল জলিলের ছেলে আবুল কাশেম, রেজাউল হকের ছেলে আব্দুস সামাদ, যুগিন্দা গ্রামের খলিলের ছেলে খাইরুল ইসলাম ও ভোলাডাঙ্গা গ্রামের ফরমান আলী।

গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, গ্রেফতারকৃতরা নাশকতার মামলার আসামী। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

http://www.anandalokfoundation.com/