13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মেধাবী মুখ কাজী সুমাইয়া হোসেন

admin
January 8, 2018 10:54 pm
Link Copied!

মধুখালী প্রতিনিধি:  ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নর বিশিষ্ঠ সম্ভ্রান্ত কাজী পরিবারে সন্তান মরহুম কাজী মাহবুবুল ইসলাম ও কাজী আমাতুল হাদী এর নাতনী এবং কাজী মামুন হোসেন ও কাজী সেলিনা হোসেন এর কন্যা কাজী সুমাইয়া হোসেন গত ২০১৭ইং সনে পি.ই.সি. সমাপনী পরীক্ষায় আড়পাড়া সরকারী প্রথমিক বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়েছে।

তিনি সকলের দোয়া প্রার্র্থী তার ইচ্ছা এবং আশা আকাংখা তিনি ভবিষতে একজন ডাক্তার হয়ে অসহায় ও দুস্থ মানুষের ফ্রি সেবা করতে চায়। দোয়া প্রার্থী কাজী সুমাইয়া হোসেন

http://www.anandalokfoundation.com/