14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ইজতেমায় মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় প্রথম পর্ব শেষ

Brinda Chowdhury
January 12, 2020 1:42 pm
Link Copied!

তুরাগ নদীর তীরে দেশ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে আখেরি মোনাজাতের মাধ্যমে প্রথম পর্বের বিশ্ব ইজতেমা শেষ হয়েছে। মোনাজাতে লাখ লাখ মুসল্লির ‘আমিন আমিন’ ধ্বনিতে পুরো টঙ্গী প্রকম্পিত হয়ে ওঠে।

আগে আজ রোববার (১২ জানুয়ারি) বেলা ১১টা ৮ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়।  মোনাজাতে অংশ নেন দেশি-বিদেশি লাখো মুসল্লি। মোনাজাত পরিচালনা করছেন কাকরাইল জামে মসজিদের খতিব ও তাবলীগ জামাতের কেন্দ্রীয় শূরা সদস্য হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ।

আখেরি মোনাজাতের সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে তুরাগের দুই পাড়সহ গোটা এলাকা। মোনাজাতে অংশ নেন সকল বয়সের নারী-পুরুষ।

এ সময় আগত মুসল্লিরা দুই হাত তুলে অনেকে কান্নায় ভেঙে পড়েন। এর আগে গত শুক্রবার (১০ জানুয়ারি) সকালে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রোববার প্রথম পর্বের আখেরি মোনাজাতের পর চার দিন বিরতি দিয়ে আগামী শুক্রবার (১৭ জানুয়ারি) থেকে শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব।

শেষ হবে ১৯ জানুয়ারি। দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা সা’দ কান্দলভি। আখেরি মোনাজাতে অংশ নেয়ার জন্য গতকাল রাত থেকেই ইজতেমা ময়দানে মুসল্লিরা আসা শুরু করেন। সকাল থেকে শুরু হয় হেদায়েতি বয়ান।

http://www.anandalokfoundation.com/