স্টাফ রিপোর্টারঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের পক্ষ হতে পুষ্পার্ঘ্য অর্পণ।
আজ শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৯ টায় ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধু ভবনের সামনে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের পক্ষ হতে শ্রদ্ধাময় পুষ্পার্ঘ্য অর্পণ ও পিতা মুজিবের আত্মার নিরন্তর শান্তি কামনায় দোয়া।
শ্রদ্ধাঞ্জলিতে উপস্থিত ছিলেন ওলামা লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুফতী মাসুম বিল্লাহ নাফিয়ী, যুগ্ম আহবায়ক হাফেজ মাওলানা আনোয়ার হোসেন জুয়েল, হাফেজ মাওলানা আখতার হোসেন বোখারী, মাওলানা রবিউল আলম সিদ্দিকী, মাওলানা নূর হোসাইন মাদানী, হাফেজ এম এ জলিল ও শায়খুল হাদিস মাওলানা আবুবকর আশরাফী প্রমুখ নেতৃবৃন্দ।
দোয়ায় জাতির পিতা সহ তার পরিবারের সদস্য, শহীদ মুক্তিযোদ্ধা, জাতীয় চারনেতা ও নারীনেত্রী আইভী রহমান সহ ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের আত্মার শান্তি এবং মাননীয় প্রধানন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করা হয়।